digit zero1 awards

180 দিনের বৈধতার 997 টাকার প্রিপেড প্ল্যান দিচ্ছে VODAFONE

180 দিনের বৈধতার 997 টাকার প্রিপেড প্ল্যান দিচ্ছে VODAFONE
HIGHLIGHTS

কিছু বাছাই করা সার্কেল এই প্ল্যান পাওয়া যাচ্ছে

প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাচ্ছে

মোট 180 দিনের বৈধতা যুক্ত প্ল্যান

ভোডাফোনের নতুন প্রিপেড প্ল্যান এসছে যা একটি লম্বা মানে দীর্ঘ সময়ের প্ল্যান। কোম্পানি সম্প্রতি তাদের 99 টাকা আর 555 টাকা দামের আর এর সঙ্গে এসেছে নতুন 997 টাকার প্ল্যান। এই প্ল্যানে আপনারা 180 দিন পর্যন্ত প্রতিদিন 1.5GB ডাটা ব্যাবহার করতে পারবেন।

997 টাকার প্রিপেড প্ল্যানে ভোডাফনের কিছু বাছাই করা সার্কেলে এসেছে। টেলিকম টকের রিপোর্ট অনুসারে অপারেটাররা বাকি সার্কেলে তাড়াতাড়ি প্ল্যান আনতে পারে। ভোডাফোনের এর আগের মাসে ট্যারিফ বারানোর জন্য তাদের প্ল্যান কমতে দেখা গেছে।

ভোডাফোনের 997 টাকার প্ল্যান

এবার আমরা ভোডাফোনের এই 997 টাকার প্ল্যানটি দেখব এই প্ল্যানে আপনারা 997 টাকায় প্রতিদিন 1.5GB ডাটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিনের 100 টি SMS পাবেন। আর এই প্ল্যানটি 180 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে মোট 270GB র ডাটা পাওয়া যাচ্ছে।

ভোডাফোন তাদের 1,499 টাকার লং টার্ম প্ল্যানে 365 দিনের বৈধতা দেবে আর সঙ্গে মোট 24GB ডাটা অফার করবে। আর সেখানে 997 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাবে আর এই প্ল্যান বাজারে অন্য প্ল্যানকে করা টক্কর দেবে।

ভোডাফোনের লং টার্ম প্ল্যান

ভোডাফোনের লং টার্ম প্ল্যানে এই সময়ে 1,499 টাকা আর 2,399 টাকা আছে। আর এর মধ্যে 1,499 টাকার প্ল্যানে 12 মাসের জন্য 24GB ডাটা আছে আর আনলিমিটেড ভয়েস কল আর প 3600 টি SMS আছে। আর সেখাএন 2,399 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা, আনলিমিটেড কল আর প[রতিদিন 100 টি SMS পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানটি 365 দিনের জন্য বৈধ।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo