ভোডাফোনের 597 টাকার প্ল্যানে লম্বা সময়ের জন্য 10GB ডাটা অফার করা হচ্ছে
ভোডাফোনের 597 টাকার প্ল্যান থেকে কলিংয়ের ওপরে এই প্ল্যানে 10GB ডাটা অফার করা হচ্ছে
এই সময়ে টেলিকম অপারেটাররা একে অপরের থেকে এগিয়ে থাকার জন্য একে অপারের থেকে বেশি ভাল প্ল্যান নিয়ে আসার চেষ্টা করছে। আর আজকে আমরা ভোডাফোনের 597 টাকা দামের রিচার্জ প্ল্যানের বিষয়ে কথা বলব যা ইউজার্সদের লম্বা সময় অফার করে। আর ফিচার ফোন ইউজার্সদের জন্য এই বছর 168 দিনের বৈধতার সঙ্গে আর স্মার্টফোন ইউজার্সদের জন্য এই প্ল্যানের বৈধতা 112 দিনের,
ভোডাফোনের 597 টাকার প্ল্যান
ভোডাফোণের এই প্ল্যানটি এমনিতে ডাটা বেনিফিট দেয় তবে প্রধানত এই প্ল্যানটি কলিং কেন্দ্রিক। আর এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল, STD আর রোমিং কল 10GB 4G/3G ডাটা আর প্রতিদিন 100 টি SMS পাচ্ছে, এই প্ল্যানটি 112 দিনের জন্য বৈধ। আর ভোডাফোনের এই প্ল্যানে ইউজার্সরা প্রিতিদিন 250 মিনিট আর প্রতি সপ্তাহে 1000 মিনিটের ব্যাবহার করতে পারবেন।
ভোডাফোণের এই প্ল্যানটি কোম্পানি 4G সার্কেলে নিয়ে এসেছে। আর উদাহরন স্বরূপ বলা যায় যে ভোডাফোনের 159 টাকজার প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন 100 টি SMS পাওয়া যাবে আর এই প্ল্যানটি কোম্পানি শুধু 4G সার্কেলে নিয়ে এসেছে।
এয়ারটেলের 597 টাকার প্ল্যান
এই প্ল্যানের মতন এয়ারটেলের 597 টাকার প্ল্যান আছে, আর সেই প্ল্যানকে প্রতিযোগিতা দেওয়ার জন্যই এই প্ল্যানটি নিয়ে আসা হয়েছে। আর এই প্ল্যানে এয়ারটেল আনলিমিটেড ভয়েস কল (কোন FUP লিমিট ছাড়া) প্রতিদিন 100 টি SMS আর 10GB ডাটা দিচ্ছে। আর এই প্ল্যানটি 168 দিনের জন্য বৈধ। আর এহচারা রিলায়েন্স জিও 594 টাকার প্ল্যান নিয়ে এসেছে যা শুধু জিও ফোন ইউজার্সদের জন্যই পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটিতে জিও 6 মাসের জন্য দিচ্ছে।