ভোডাফোনের 279 টাকার প্ল্যানের পরে এবার তাদের নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে
এই সময়ে ভোডাফোন তাদের প্রতিযোগীদের টক্কর দেওয়ার জন্য বেশ কিছু নতুন প্ল্যান নিয়ে এসেছে আর এবার টেলিকম কোম্পানি তাদের নতুন 279 টাকার প্ল্যান এনেছিল যাতে 84 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে। আর এবার ভোডাফোন একটি সস্তার প্রিপেড প্ল্যান আনছে যা 189 টাকা দামে এসেছে।
ভোডাফোনের 189 টাকার প্ল্যান
ভোডাফোন 189 টাকার প্ল্যানে SMS য়ের সুবিধা ছাড়া ভয়েস আর ডাটা কলের সুবিধা পাওয়া যাচ্ছে। আর ইউজার্সরা আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পাচ্ছে। আর এতে প্রতিদিন 250 মিনিটের FUP লিমিট আছে।আর সারা সপ্তাহে ইউজার্সরা 1,000 মিনিটের ব্যাবহার করতে পারবে। আর FUP লিমিট শেষ হলে 1 পয়সা প্রতি সেকেন্ড হিসাবে চার্জ করা হবে। আর এছাড়া ইউজার্সরা প্রতি সপ্তাহে 100 ইউনিক নাম্বারের আউটগোয়িং কল করতে পারবে। আর ভোদাফোনের 189 টাকার প্ল্যানে 56 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে আর এটি 2GB 3G/4G ডাটার সুবিধা দিচ্ছে।
ভোডাফোনের 279 টাকার প্ল্যান
ভোডাফোনের 279 টাকার প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ আর এই প্ল্যানে SMS প্ল্যান নেই। আর এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল আর সম্পূর্ণ বৈধতা পর্যন্ত 4GB 3G/4G ডাটা অফার করা হচ্ছে।
প্রতিযোগিতাতে 198 টাকার প্ল্যান
এই প্ল্যানের প্রতিযোগিতাতে রিলায়েন্স জিওর 198 টাকার প্ল্যানের কথা বলা যায়। আর 28 দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানে 56GB 4G ডাটা অফার করছে। আর এর মানে এই সময়ে প্রতিদিন 2GB ডাটা ব্যাবহার করা যায়। আর এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 100 টি SMS কোন FUP লিমিট ছাড়া পাচ্ছে আর সঙ্গে এতে ভয়েস কলও আছে।