VODAFONE তাদের 255 টাকার প্ল্যানে পরিবর্তন করেছে, প্রতিদিন 2.5GB ডাটা পাওয়া যাবে

Updated on 02-Aug-2019
HIGHLIGHTS

এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ

এর সঙ্গে আছে ভোডাফোন প্লের অ্যাক্সেস

প্ল্যানে আগে 2GB ডাটা পাওয়া যেত

টেলিকম কোম্পানি ভোডাফোন তাদের 225 টাকার প্ল্যানে পরিবর্তন করেছে আর এই প্ল্যানে এবার গ্রাহকরা বেশি ডাটা পাবেন। ভোডাফোন তাদের 255 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা দিত আর এবার এই প্ল্যানে প্রিতিদিন 2.5GB ডাটা দেওয়া হচ্ছে আর এছাড়া গ্রাহকরা আনলিমিটেড কল আর প্রতিদিন 100টি SMS পাবে। এর মানে এই প্ল্যানে এবার গ্রাহকরা এক্সট্রা 500MB 3G/4G ডাটা পাবে। প্ল্যানটি 28 দিনেত জন্য বৈধ।

 কলের আর SMS য়ের সুবিধা সরিয়ে দিয়ে গ্রাহকদের এবার ভোডাফোন প্লের ফ্রি সাবস্ক্রিপশান দেওয়া হচ্ছে আর এর মাধ্যমে গ্রাহকরা লাইভ টিভি, সিনেমা আর 10,000 য়ের বেশি জিনিস দেখেত পারবেন।

ভোডাফোনের 255 টাকার প্রিপেড প্ল্যানের সঙ্গে এয়ারটেলের 299 টাকার প্ল্যানের আর রিয়ালেয়ন্স জিওর 199 টাকার প্ল্যানের প্রতিযোগিতা হচ্ছে। আর এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা, আনলিমিটেড কল আর প্রতিদিনের 100টি SMS পাওয়া যাবে। আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

আর জিওর 198 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডাটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন 100টি SMS য়ের সুবিধা আছে। আর এই প্ল্যানটিও 28 দিনের জন্য বৈধ।

Connect On :