Vodafone তাদের 209 টাকার আর 479 টাকার প্ল্যানে পরিবর্তন করেছে
ভোডাফোনের এই প্ল্যানে আগে প্রতিদিন 1.5GB ডাটা অফার করা হত আর এবার তা বেড়ে প্রতিদিন 1.6GB ডাটা হয়েছে
কম্পিটিশানে টিকে থাকার জন্য ভোডাফোন দুটি নতুন প্রিপেড প্ল্যান রিভাইজ করেছে যা বেশি ডাটা অফার করে। টেলিকম অপারেটার তাদের 209 আর 479 টাকার প্ল্যান রিভাইজ করেছে। আর এবার এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটার বদলে 1.6GB ডাটা দেওয়া হচ্ছে। আর সম্প্রতি কোম্পানি জানিয়েছে যে এবার 199 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে 1.4GB ডাটা পাওয়া যাবে আর এটি প্রতিদিন 1.5GB ডাটা দেবে। আর আমরা যদি 209 টাকার আর 479 টাকার রিচার্জে যথাক্রমে 28 আর 84 দিনের বৈধতা যুক্ত। আর বেশি ডাটা ছাড়া ইউজার্সরা আনলিমিটেড কল প্রতিদিন 100 টি SMS আর ভোডাফোণের সাবস্ক্রিপশান পাবেন আর এর কোন FUP লিমিট নেই।
ভোডাফোনের এই প্ল্যানে এবার 198 টাকা আর 448 টাকার প্ল্যানের সঙ্গে টক্কর দেবে। জিওর এই প্ল্যানে প্রতিদিন 2GB 4G ডাটা আনলিমিটেড কল প্রতিদিন 100 টি SMS আর জিও অ্যাপের সাবস্ক্রিপশান পাবেন, আর এই দুটি প্ল্যানের বৈধতা 28 আর 84 দিনের। আর ভোডাফোনের নতুন প্রিপেড প্ল্যান এসেছে যা 1,499 টাকা বৈধতার সঙ্গে এসেছে। আর নতুন প্ল্যানে আনলিমিটেড কল, আনলিমিটেড ন্যাশানাল রোমিং ভোডাফোন প্লে সাবস্ক্রিপশান আর প্রতিদিন 1GB ডাটা অফারত করা হয়েছে। আর প্রতিদিনের ডেলি লিমিট শেষ হলে ইউজার্সদের প্রতিদিন 50MB ডাটা পাবে। আর ইউজার্সরা প্রতিদিন 100 টি SMS পাবেন।
রিলায়েন্স জিওর দীর্ঘ সময়ের প্ল্যানে 1,699 টাকার প্ল্যান নিয়ে এসেছে। রিলায়েন্স জিওর এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কল আর প্রতিদিন 100 টি SMS পাবে। আর এই প্ল্যানে ইউজার্সরা জিও টিভি, জিও মুভিজ আর জিও সাভান মিউজিকের সাবস্ক্রিপশান পাবেন। আর যদি ডাটার বিষয়ে বলি তবে জিও ইউজার্সরা প্রতিদিন 1.5GB ডাটার সুবিধা পাবেন। আর ডাটা লিমিট সম্পূর্ণ হলে এর স্পিড কমে 64Kbps হবে।