এবার VODAFONE 1,699 টাকার প্ল্যানে 1.5GB ডাটা দিচ্ছে

Updated on 25-Jul-2019
HIGHLIGHTS

প্ল্যানটি 365 দিনের জন্য বৈধ

এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাবে

এয়ারটেলকে প্রতিযোগিতা দেওয়ার জন্য ভোডাফোন তাদের 1,699 টাকার প্ল্যান রিভাইজ করেছে। আর এই প্ল্যানে ইউজার্সরা 1.5GB ডাটা পাবেন। আর আপনাদের মনে করিয়ে দি যে ভারতী এয়ারটেল সম্প্রতি 1,699 টাকার প্রিপেড প্ল্যানে পরিবর্তন করেছিল যা রিলায়েন্স জিওর প্ল্যানকে প্রতিযোগিতায় ফেলছে। আর কিছু সার্কেলে ভোডাফোনের 1,999 টাকার প্রিপেড প্ল্যান আছে যে প্ল্যানে কিছু পরিবর্তন করা হয়েছে।

ভোডাফোন গত বছর জিওকে প্রতিযোগিতা দেওয়ার জন্য তাদের 1,699 টাকার প্ল্যান এনেছিল আর রিলায়েন্স জিও পেরতিদিন 1.5GB ডাটা দিত আর এবার ভোডাফোন আর ভারতীয় এয়ারটেল প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা দিচ্ছিল।

আর রিভাইজের পরে এবার 1,699 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা অফার করা হবে। আর এই সময়ে ভোডাফোন এই প্ল্যানে এয়ারটেলকে 1,699 টাকার প্ল্যানের তুলনায় 100MB এক্সট্রা ডাটা দিচ্ছে। ভোডাফোনের এই প্ল্যানে 365 দিনের জন্য 547.5GB ডাটা আছে আর এয়ারটেলের এই প্ল্যানে এখন মোট 511GB ডাটা অফার করা হচ্ছে।

ডাটা বেনিফিট ছাড়া ভোডাফোন 1,699 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং (FUP লিমিট ছাড়া), প্রতিদিন 100 টি SMS আছে আর এই প্ল্যান 365 দিনের জন্য বৈধ। আর এই বেনিফিট এয়ারটেল আর জিওর 1,699 টাকার প্রিপেড প্ল্যানের মতনই।

Connect On :