ভোডাফোনে চলছে ‘হান্ট দি হার্ট’ (Hunt the hearts) নামে একটি প্রতিযোগিতা।
ট্রাইয়ের রিপোর্টের ভিত্তিতে স্পিডে প্রথম এয়ারটেল। এদিকে গ্রাহকসংখ্যা এক ধাপ লাফিয়ে আরো বেড়ে গেছে জিওর। টিকে থাকতে হবে প্রতিযোগিতায়। আর তাই ভোডাফোনের নতুন পরিকল্পনা।
প্রিপেইড হোক, কিংবা পোস্টপেইড সকল গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে এল ভোডাফোন। সমস্ত গ্রাহকদেরই এবার বিনামূল্যে ১.৭GB ৩G/৪G ডেটা দেবে তারা। কীভাবে পাবেন নতুন এই সুবিধা?
ভোডাফোনে চলছে ‘হান্ট দি হার্ট’ (Hunt the hearts) নামে একটি প্রতিযোগিতা। যেখানে গ্রাহকদের প্রথমে মাই ভোডাফোন অ্যাপে যেতে হবে। সেখানে গিয়ে বিভিন্ন অ্যাপ স্ক্রিনে খুঁজে বের করতে হবে লুকিয়ে থাকা হার্ট সাইন। খুঁজে পেয়ে গেলেই কেল্লা ফতে। আপনি পেয়ে যাবেন বিনামূল্যে ১.৭ জিবি ৩G/৪G ডেটা পরিষেবা উপভোগ করার সুযোগ।
তবে বলে দি যে, এই কনটেস্টে রেড পোস্টপেইড প্ল্যানের গ্রাহকরা অংশ নিতে পারবেন না।