digit zero1 awards

ভোডাফোন নতুন প্ল্যান নিয়ে এল দাম Rs. 98

ভোডাফোন নতুন প্ল্যান নিয়ে এল দাম Rs. 98
HIGHLIGHTS

কোম্পানি মোট 4 টি প্ল্যান নিয়ে এসেছে যাদের দাম Rs. 11, Rs. 98, Rs. 178 আর Rs. 425

সম্প্রতি ভোডাফোন দুটি নতুন প্ল্যান নিয়ে এসেছিল, আর এবার কোম্পানি ৪টি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটি বিহার আর হায়দ্রাবাদের ইউজার্সদের জন্য নিয়ে এসেছে। এই প্ল্যানটি শুধু প্রি-পেড গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। কোম্পানি এই প্ল্যান গুলি সেই ইউজার্সদের জন্য নিয়ে এসেছে যারা মোবাইল নম্বর পোর্টেবিলিটির মাধ্যমে ভোডাফোন নেটওয়ার্কে আসবে।
 
এই প্ল্যানে বিশেষ কি আছে?

1.   Rs 11 এর প্ল্যানে 180 দিনের ভ্যালিডিটির সঙ্গে লোকাল আর STD 30 পয়সা/মিনিট।
2.   Rs 98 এর প্ল্যানটির বৈধতা 28 দিনের আর এতে প্রতিদিন 1GB 2G
ডাটা পাওয়া যাচ্ছে।
3.   Rs. 178 এর প্ল্যানে ইউজার্সরা যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন আনলিমিটেড 2G ডাটা পাচ্ছে আর এটিও ২৮ দিনের জন্য বৈধ।
4.   Rs. 425 এর প্ল্যানটির বৈধতা 84 দিন করা হয়েছে। এতে যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল আর STD কলিং এর সুবিধার সঙ্গে প্রতিদিন আনলিমিটেড 2G ডাটা পাওয়া যাচ্ছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo