digit zero1 awards

ভোডাফোন নিয়ে এল Rs 496 দামের একটি নতুন প্ল্যান

ভোডাফোন নিয়ে এল Rs 496  দামের একটি নতুন প্ল্যান
HIGHLIGHTS

সম্প্রতি রিলায়েন্স জিও Rs 459 দামে নতুন প্ল্যান নিয়ে এসেছিল

ভোডাফোন রিলায়েন্স জিও কে প্রতিযোগিতা দেওয়ার জন্য Rs. 496 দামের একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। সম্প্রতি রিলায়েন্স জিও একটি Rs.459 দামের প্ল্যান নিয়ে এসেছিল।

ভোডাফোন Rs. 496 দামের এই প্ল্যানটি শুধু দিল্লি-এনসিআরে থাকা ইউজার্সদের জন্য নিয়ে এসেছে। এই প্ল্যানে ৮৪ দিনের বৈধতা পাওয়া যাবে। আর এর সঙ্গে এই প্ল্যানে প্রতিদিন 1GB 4G ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD কলিং পাওয়া যাচ্ছে।

আমরা যদি রিলায়েন্স জিওর Rs.459 দামের প্ল্যানের কথা বলি তবে এতে আনলিমিটেড কলিং, আনলিমিটেড এসএমএস আর প্রতিদিন 1GB 4G ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo