1GB ডাটা আর আনলিমিটেড কলের সঙ্গে ভোডাফোনের এই প্ল্যানটি এল

Updated on 10-Jan-2019
HIGHLIGHTS

ভোডাফোন সম্প্রতি তাদের নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে যা 169 টাকায় লঞ্চ করা হয়েছে আর এই প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতা দেওয়ার জন্য এয়ারটেল আর জিও কিছু প্ল্যান আছে

বৈশিষ্ট্য

  • এয়ারটেলও 169 টাকার প্ল্যান এনেছে
  • জিওর 149 টাকার প্ল্যানটি একে টক্কর দেবে
  • 28দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানটিতে 1GB ডাটা পাওয়া যাবে

 

ভারতীয় এয়ারটেলের পরে এবার UK বেসড সার্ভিস প্রোভাইডার ভোডাফোন তাদের 169 টাকার ওপেন মার্কেট প্ল্যান নিয়ে এসেছে। আর এয়ারটেলের 169 টাকার প্ল্যানে ভোডাফোন এই প্ল্যানটি এনেছে। ভোডাফোণ 169 টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল,1GB ডাটা আর প্রতিদিন 100 টি SMS আছে। আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। আর এর সঙ্গে অন্য টেলিকম কোম্পানি গুলি ইনকামিং আর আউটগোয়িং কলের সুবিধা দেবে।

Vodafone য়ের 169 টাকার প্ল্যান

ভোডাফোনের এই প্ল্যানে আনলিমিটেড ভিডিও কলিং পাওয়া যাচ্ছে আর এতে লিমিট আছে। এই প্ল্যানে আপনারা প্রতিদিন 250 মিনিটের আর প্রতি সপ্তাহে 1000 মিনিট পাবেন। আর এছাড়া আপনারা এই প্ল্যানে সম্পূর্ণ বৈধতার সঙ্গে 100টি ইউনিক নম্বরে কল করতে পারবেন।

আমরা যদি এই প্ল্যানের বিষয়ে বলি তবে এতে ডাটা বেনিফিট আছে যা 28 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যায় আর এই ডাটা 1GB র। আর এই প্ল্যানে আপনারা প্রতিদিন 100 টি SMS পাবেন। আর এই প্ল্যানে আপনারা 159 টাকার প্রিপেড প্ল্যান অফার করবেন আর এবার এটি পরিবর্তন করে 169 টাকার করা হয়েছে। আর এই প্ল্যানটি 28 দিনের।

ভোডাফোন আর রিলায়েন্স জিওর যুদ্ধ

আমরা যদি ভোডাফোনের 169 টাকার কাছাকাছি জির 149 টাকার প্ল্যানের বিষয়ে বলি তবে এই প্ল্যানটি 2018 টাকার প্রাথমিক দামের সেরা প্রিপেড প্ল্যান আর এটি 150 টাকার ক্ষেত্রে আসে। আর এই প্ল্যানে আপনারা ভয়েস কল প্রতিদিন 100 টি SMS আর 1GB 4G ডাটা পাবেন। আর এই প্ল্যানটি 28 দিনের বৈধতা যুক্ত।

ভোডাফোন আর এয়ারটেলের মধ্যে তুলনা

ভোডাফোনের প্ল্যানের মতন এয়ারটেলের 169 টাকার প্ল্যান আছে। আর এতে একই বেনিফিট পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানে 1GB ডাটা, আনলিমিটেড ভয়েস কলিলং আর প্রতিদিনের 100 টি SMS পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

Connect On :