এবার দূরবর্তী এলাকাতে ও 4G পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ভোডাফোন
আগামী বছরের মার্চের মধ্যেই ভারতের 2400 শহরে 4G পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ভোডাফোন ইন্ডিয়া।
শুধু কি একাই বাজার মাত করবে রিলায়েন্স জিও! তা হতে দিতে চায় না আন্তর্জাতীক টেলিকম সংস্থা ভোডাফোন। তাই আগামী বছরের মার্চের মধ্যেই ভারতের 2400 শহরে 4G পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ভোডাফোন ইন্ডিয়া। আর তখন সমগ্র পশ্চিমবঙ্গে মিলবে ভোডাফোন 4G।
আরও দেখুন : নুবিয়া Z11 স্মার্টফোন ভারতে ডিসেম্বরে হবে লঞ্চ
ভোডাফোনের এই আগমনে বিশেষ সুযোগ থাকছে কলকাতা এবং সমগ্র পশ্চিমবঙ্গের জন্য। একটি দৈনিকের খবর অনুসারে, সংস্থার তরফে জানানো হয়েছে যে, বঙ্গে যেসব গ্রাহকরা বর্তমানে ভোডাফোন ফোর জি ব্যবহার করেন তাঁরা তাঁদের 2G বা 3G সিমটিকে 4G’তে আপগ্রেড করালে বিণামূল্যে 2GB ডেটা পাবেন।
উল্লেখ্য, সম্প্রতি খরগপুরে 4G পরিষেবার সূচনা করেছে ভোডাফোন।
আরও দেখুন : রিলায়েন্স নিয়ে এল আরেকটি নতুন আনলিমিডেট অফার
আরও দেখুন : বাজারে আসছে 6GB র্যা যুক্ত স্মার্টফোন
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile