ভোডাফোন i-RoamFree প্ল্যানে ইন্টারন্যাশানাল রোমিং এ দিচ্ছে আনলিমিটেড কলিং আর ডাটা
এই প্যাকটি US, UAE আর সিঙ্গাপুরে কাজ করবে
টেলিকম কোম্পানি ভোডাফোন নিজেদের গ্রাহকদের জন্য ইন্টারন্যাশানাল রোমিং প্ল্যান নিয়ে এসছে. এই প্ল্যানটিকে কোম্পানি Vodafone i-RoamFree plan নাম দিয়েছে. যেসমস্ত ইউজার্সরা US, UAE বা সিঙ্গাপুর যাচ্ছেন তারা এই প্ল্যানের সুবিধা ওঠাতে পারবেন.
এই প্যাক গুলির দাম Rs.5,000 এ 30 দিন, Rs.3,500 তে 10 দিন, Rs.2,500 তে 7 দিন আর 24 ঘন্টার জন্য Rs.500 করা হয়েছে. এই প্যাক গুলি US, UAE আর সিঙ্গাপুরে কাজ করছে.
আরো দেখুন: Gionee S10 ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে 26 মে লঞ্চ হবে
এই দেশ গুলিতে এই প্ল্যান ব্যাবহার করছে যেসমস্ত ইউজার্সরা তাদের আলাদা কোন শুল্ক দিতে হবে না. এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড ভয়েস কল আর ডাটা ব্যাবহার করতে পারবে. আপনাদের বলে রাখি যে এর আগে এয়ারটেলও গত বছর তাদের ইন্টারন্যাশানাল প্ল্যান নিয়ে এসছিল.
এয়ারটেল 10 দিনের ভ্যালিডিটির সঙ্গে তাদের ইন্টারন্যাশানাল প্ল্যান লঞ্চ করেছিল. আপনাদের বলে রাখি যে রিলায়েন্স জিও ভারতে প্রথমে ফ্রি আর পরে খুবই সস্তা প্ল্যান লঞ্চ করেছে. সম্প্রতি তারা তাদের ‘রেট কাটার প্ল্যান’ এর মাধ্যমে ইন্টারন্যাশানাল কলের দামও অনেক কমে করেছে. এসবের পরে সব টেলিকম কোম্পানিই নিজেদের ট্যারিফ প্ল্যান কম করে দিয়েছে.
আরো দেখুন: BSNL হায়াদ্রাবাদে শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা: রিপোর্ট
আরো দেখুন: Xiaomi Mi Mix 2 নিউ জেনারেশান সাউন্ড আউটপুট টেকনিক যুক্ত হবে
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile