144 টাকা থেকে 149 টাকা (আঞ্চলিক ক্ষেত্রে দামের পরিবর্তন হতে পারে) খরচ করলেই প্রথম অফারটি মিলবে৷ কী রয়েছে এই প্ল্যানটিতে? 149 টাকার ভোডাফোন আনলিমিটেড ভয়েস কলিং প্যাক অ্যাক্টিভেট করলে দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে যত খুশি কল করতে পারবেন গ্রাহকরা৷ অর্থাৎ শুধু লোকালই নয়, এসটিডি-র জন্যও ভোডাফোন ইউজারকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না৷ আনলিমিটেড কলিংয়ের সঙ্গে বিনামূল্যে থাকছে 300MB 4G ইন্টারনেট ডেটা৷ লাগবে না কোনও রোমিং চার্জও৷
দ্বিতীয় অফারটি মিলবে 344 টাকা থেকে 349 টাকার রিচার্জে৷ এই আনলিমিডেট কলিং প্যাকের বাকি অফারগুলি প্রথম প্যাকটির মতোই৷ তবে এই প্ল্যানে অতিরিক্ত 1GB 4G ডেটা পাবেন গ্রাহকরা৷ দু’টি প্যাকেরই মেয়াদ 28 দিন৷ জিওর রমরমার মধ্যে গ্রাহকদের খুশি করার জন্যই এমন উদ্যোগ নিয়েছে ভোডাফোন৷