ভোডাফোন সুপারনেট 4G গ্রাহকরা VoLTE (ভয়েস ওভার এলটিই) পরিষেবার অনুভব ফ্রিতে করতে পারবে
ভারতের অন্যতম বড় দূরসঞ্চার কোম্পানি ভোডাফোন 2018 সালের জানুয়ারি মাস থেকে তাদের VoLTE পরিষেবা শুরু করে দেবে বলে জানিয়েহচে। প্রথমে ভোডাফোন VoLTE পরিষেবা মুম্বাই, দিল্লি, কলকাতা, গুজরাত আর কর্নাটকে পাওয়া যাবে আর এর পরে কিছু সময় পরে এই পরিষেবা সারা দেশে পাওয়া যাবে।
ভোডাফোনের VoLTE পরিষেবা ভোডাফোন সুপারনেট 4G গ্রাহকরা সুপার কল কানেক্টার টাইমের সঙ্গে এইচডি কোয়ালিটির ক্রিস্টাল ক্লিয়ার আওয়াজের অনুভব পাবে। ভোডাফোন 4G গ্রাহকরা কোন অতিরিক্ত টাকা না দিয়েই VoLTE’র সুবিধা পাবে, শুধু ভোডাফোন VoLTE আর 4G সিম সাপোর্টিং হ্যান্ডসেট থাকতে হবে।
ভোডাফোন VoLTE পরিষেবার কথা ঘোষনা করেছে আর তাদের প্রধান কার্যকারী আধিকারিক সুনীল সুদ বলেছেন যে, “ ভোডাফোন নতুন প্রযুক্তি আর ডিজিটাল পরিষেবা আসার সাথে ভবিষ্যতের জন্য তৈরি। VoLTE এইচডি গুনের কলিং এর সঙ্গে আমাদের গ্রাহকরা নতুন অনেক কিছু পাবে। ভোডাফোন VoLTE আমাদের ডাটা স্ট্রং নেটওয়ার্কে বাড়ানোর জন্য ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখছে”।