Vodafone Idea Plans: 200 টাকার কম দামে চারটি রিচার্জ প্ল্যান, কলিং-ডেটা সবই মিলবে

Updated on 23-Sep-2024
HIGHLIGHTS

Vodafone Idea (Vi)-র এই রিচার্জ প্ল্যানগুলি 200 টাকার কম দামে আসে

ভোডাফোন আইডিয়ার এতে 200 টাকার কম দামে 4 রিচার্জ প্ল্যান অফার করা হয়

ভোডাফোন আইডিয়া-র এই প্ল্যানের দাম 99 টাকা, 155 টাকা, 179 টাকা এবং 189 টাকা রাখা হয়েছে

Vodafone Idea (Vi) তার গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন-নতুন প্ল্যান অফার করতে থাকে। সম্প্রতি ভোডাফোন আইডিয়া তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানি গ্রাহকদের 1 মাস, 28 দিন, 56 দিন বা 1 বছরের রিচার্জ প্ল্যান অফার করে। তবে আপনারা কি জানেন কোম্পানির কাছে 24 দিন, 48 দিন, 64 দিন এর রিচার্জ প্ল্যানও রয়েছে।

200 টাকার কম দামে আসে Vodafone Idea (Vi) প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্ল্যানগুলি 200 টাকার কম দামে আসে। এতে 200 টাকার কম দামে 4 রিচার্জ প্ল্যান অফার করা হয়। কোম্পানির এই প্ল্যানের দাম 99 টাকা, 155 টাকা, 179 টাকা এবং 189 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Flipkart Big Billion Days sale 2024: সবচেয়ে কম দামে কেনা যাবে Nothing Phone 2a, মিলবে দেদার ছাড়

99 টাকার Vodafone Idea প্ল্যান

ভি এর এই সস্তা রিচার্জ প্ল্যান 15 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে গ্রাহকরা 99 টাকার টকটাইম, 200 MB ডেটা পাবেন। তবে বলে দি যে এতে ফ্রি SMS সুবিধা দেওয়া হয় না। এই প্ল্যানে গ্রাহকদের আউটগোইং কলের জন্য 2.5 পয়সা প্রতি সেকেন্ড চার্জ দিতে হবে।

155 টাকার ভোডাফোন আইডিয়া প্ল্যান

এতে 155 টাকার আরেকটি রিচার্জ প্ল্যান রয়েছে। এতে গ্রাহকরা 20 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যান আনলিমিটেড কলিং অফার করা হয়। এছাড়া এতে 300 SMS এবং 1 জিবি ডেটা থাকছে। ডেটা শেষ হওয়ার পর গ্রাহকদের প্রতি এমবি 50 পয়সা খরচ করতে হবে।

179 টাকার ভোডাফোন আইডিয়া প্ল্যান

179 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমটেড কলিং, 300 SMS এবং 1 জিবি ডেটা পাবেন, যা 24 দিনের জন্য থাকবে। ডেটা শেষ হওয়ার পর গ্রাহকদের প্রতি এমবি 50 পয়সা খরচ করতে হবে।

189 টাকার ভোডাফোন আইডিয়া প্ল্যান

তালিকায় আরেকটি প্ল্যান হল 189 টাকার। এতে আনলিমিটেড ভয়েস কলিং, 300 SMS এবং 1 জিবি ডেটা দেওয়া হয়। এতে 26 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।

আরও পড়ুন: Samsung Galaxy M55s 5G আজ হবে লঞ্চ, 20000 টাকার কম বাজেটে থাকবে দুর্দান্ত স্পেক্স

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :