Vodafone Idea (Vi) এর 701 টাকার পোস্টপেইড প্ল্যানটি বাকি রিচার্জ প্ল্যানের চেয়ে অনেকটা আলাদা। গ্রাহকরা এতে বিভিন্ন সুবিধা পান। আপনার বাজেট যদি 900 টাকা প্রতিমাসের হয়, তবে 701 টাকার প্ল্যানটি ভাল বিকল্প হতে পারে। 900 টাকা এই কারণে এটি ট্যাক্স মিলিয়ে এত টাকা খরচ পরবে।
701 টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা সুবিধা দেওয়া হয়। এই সুবিধা অন্যান্য প্ল্যানে পাওয়া যায় না। এই পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা সুবিধা পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক Vi-এর এই প্ল্যানের সমস্ত সুবিধা কী কী।
আরও পড়ুন: Airtel এর আগে টিকল না Jio! কম দামে 90GB Data, 60 দিনের ভ্যালিডিটি এবং একগুচ্ছ সুবিধা
6 মাসের জন্য Amazon Prime
এক বছরের জন্য Disney+ Hotstart মোবাইল
12 মাস বা এক বছরের জন্য SonyLIV
এক বছরের জন্য SunNXT
Swiggy One-এ এক বছরের অ্যাক্সেস
EazyDiner-এ এক বছরের অ্যাক্সেস
এক বছরের জন্য EaseMyTrip রিটার্ন ফ্লাইটে প্রতি মাসে 750 টাকা ছাড়
কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এক বছরের নর্টন মোবাইল সিকিউরিটি কভার
ভোডাফোন আইডিয়া এর 701 টাকার প্ল্যানে 3000 SMS এর সাথে আনলিমিটেড কলিং অফার করে। ডেটার ক্ষেত্রে প্ল্যানে হাই-স্পিড আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। তবে ভোডাফোন এর তরফে এখন পর্যন্ত 5G নেটওয়ার্ক চালু করা হয়েনি।
আরও পড়ুন: Jio New Prepaid Plan: 250 টাকার কমে পুরো 2 মাস চলবে রিচার্জ, ডেটা-কলিং সহ থাকছে OTT সুবিধা