Vodafone Idea Vi নতুন বছর 2025 এর আগে সুখবর নিয়ে হাজির হয়েছে। ভোডাফোন আইডিয়া 17টি এলাকায় 5G পরিষেবা লঞ্চ করেছে। দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি প্রায় 2 বছরের অপেক্ষার পর তার 5G পরিষেবা শুরু করেছে। ভোডাফোন আইডিয়ার 5G সার্ভিস দেশের 17টি লাইসেন্সর এরিয়াতে লঞ্চ করা হয়েছে। এখান থেকে আশা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই সারা দেশে তাদের 5G সার্ভিস চালু করবে।
টেলিকমট এর রিপোর্ট অনুযায়ী, ভোডাফোন আইডিয়া 3.3GHz এবং 26GHz স্পেকট্রাম ব্যান্ড সহ 5জি সার্ভিস শুরু করেছে। ভোডাফোন আইডিয়া (ভি) এর প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা 5জি সার্ভিস এর সুবিধা নিতে পারবে।
আরও পড়ুন: লিক হল Samsung Galaxy Unpacked 2025 ইভেন্টের তারিখ, এই দিন Galaxy S25 Series হতে পারে লঞ্চ
ভোডাফোন আইডিয়া মিড 3.5GHz স্পেকট্রাম ব্যান্ড ভিত্তিক 5জি সার্ভিসটি 17টি
টেলিকম সার্কেলে লঞ্চ করেছে। এখানে দেখে নিন কোন 17টি জায়গায় পাওয়া যাবে 5জি সেবা।
রাজস্থান (জয়পুর, গ্যালাক্সি সিনেমার কাছে, মানসরোবর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, RIICO); হরিয়ানা (কারনাল, এইচএসআইআইডিসি, শিল্প এলাকা, সেক্টর-3); কলকাতা (সেক্টর V, সল্টলেক), কেরালা (থ্রিক্কাকারা, কাক্কানাদ); ইউপি পূর্ব (লখনউ, বিভূতি খন্ড, গোমতীনগর); ইউপি পশ্চিম (আগ্রা, জেপি হোটেলের কাছে, ফতেহবাদ রোড); মধ্যপ্রদেশ (ইন্দোর, ইলেকট্রনিক কমপ্লেক্স, পরদেশীপুরা); গুজরাট (আমেদাবাদ, দিব্য ভাস্করের কাছে, কর্পোরেট রোড, মকরবা, প্রহ্লাদনগর); অন্ধ্রপ্রদেশ (হায়দরাবাদ, আইদা উপল, রাঙ্গা রেড্ডি); পশ্চিমবঙ্গ (শিলিগুড়ি, সিটি প্লাজা সেভক রোড); বিহার (পাটনা, অনিশাবাদ গোলম্বার); মুম্বাই (ওয়ারলি, মারোল আন্ধেরি পূর্ব); করনাটক (বেঙ্গালুরু, ডেইরি সার্কেল); পাঞ্জাব (জলন্ধর, কোট কালান); তামিলনাড়ু (চেন্নাই, পেরুংগুড়ি, নেসাপাক্কাম); মহারাষ্ট্র (পুনে, শিবাজি নগর); এবং দিল্লি (ওখলা শিল্প এলাকা, ফেজ 2, ইন্ডিয়া গেট, প্রগতি ময়দান)।
বিহার বাদ দিয়ে এই সমস্ত টেলিকম সার্কলে ভোডাফোন আইডিয়া 2.6GHz স্পেকট্রাম ব্যান্ডও ডেপলয় করা হয়েছে। বর্তমানে ভোডাফোন আইডিয়া এর 5জি সার্ভিস কমার্শিয়াল হিসেবে কিছু জায়গায় পাওয়া যাবে।
ভোডাফোন 5জি সার্ভিস পেতে গ্রাহকদের 475 টাকার প্ল্যান রিচার্জ করাতে হবে। পোস্টপেইড গ্রাহকদের REDX 1101 টাকার প্ল্যান নিতে হবে।