Vodafone Idea গ্রাহকদের অপেক্ষা শেষ! এই মাসেই শুরু হবে Vi 5G পরিষেবা, কোন শহরে আসবে প্রথম, কত টাকা সস্তা হবে রিচার্জ প্ল্যান, জানুন সমস্ত কিছু
Vodafone Idea Vi 5G launch date: ভোডাফোন আইডিয়া দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি। Jio এবং Airtel ভারতের প্রথম এবং দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি। জিও এবং এয়ারটেল তরফে অনেক সময় আগেই 5G নেটওয়ার্ক লঞ্চ করে দিয়েছে। তবে 5জি নেটওয়ার্কে ভোডাফোন আইডিয়া অনেকটা পিছিয়ে রয়েছে। ভিআই এর তরফে এখন তার গ্রাহকদের জন্য 5জি নেটওয়ার্ক শুরু করা হয়নি। তবে ভিআই সম্প্রতি জানিয়েছে যে মার্চ 2025 পর্যন্ত 5জি নেটওয়ার্ক লঞ্চ করবে।
Vodafone Idea Vi 5G কবে হবে লঞ্চ এবং কোন শহরে প্রথমে আসবে
ভোডাফোন আইডিয়া 2025 সালের মার্চ মাসের মধ্যে কিছু কয়েকটি সার্কেলে তাদের 5জি পরিষেবা চালু করতে পারে। তবে সঠিক তারিখ ঘোষণা করেনি কোম্পানি এখনও। রিপোর্টে আরও বলা হয়েছে যে 17টি অগ্রাধিকার সার্কেলে ভারতের শীর্ষ 75টি শহরে Vi 5G পাওয়া যাবে। এই পদক্ষেপের মাধ্যমে, কোম্পানি তার সেই সমস্ত গ্রাহকদের ফিরিয়ে আনতে চান যারা 5জি নেটওয়ার্কের কারণে প্রতিযোগি কোম্পানির কাছে চলে গেছে।
ভিআই 5G প্রথমে বেঙ্গালুরু, মুম্বাই, নয়াদিল্লি এবং চেন্নাই সহ প্রধান শহরে চালু হবে।
সস্তায় 5G রিচার্জ প্ল্যান চালু করবে Vi
রিপোর্ট অনুযায়ী, ভিআই 5জি কোম্পানি জিও এবং এয়ারটেল এর তুলনায় 15 শতাংশ সস্তা হবে। তবে কোম্পানির তরফে এখনও প্ল্যান সম্পর্কে কিছু ঘোষণা করা হয়েনি।
আরও পড়ুন: 6400mAh ব্যাটারি সহ iQOO লঞ্চ করল পাওয়ারফুল স্মার্টফোন, জানুন আর কী রয়েছে বিশেষ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile