অবশেষে ভারতে 5G পরিষেবা চালু করল Vodafone Idea। Airtel, Jio -এর প্রায় চার মাসের পর এই তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভারতে তাদের 5G পরিষেবা চালু করল। এই সংস্থার কাস্টমার কেয়ার সাপোর্ট টিম Twitter -এ একটি টুইট করে জানিয়েছেন যে Vodafone Idea -এর 5G পরিষেবা এখন দিল্লিতে উপলব্ধ। বর্তমানে ভারতের এই একটিই শহরে Vi 5G পরিষেবা উপলব্ধ আছে। যদিও কোম্পানির তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে 5G পরিষেবা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। তাই মনে করা হচ্ছে তারা নিঃশব্দে এই 5G পরিষেবা দেশ জুড়ে ছড়িয়ে দেবে।
প্রথমে যে টুইট করা হয়েছিল পরে সেই টুইট ডিলিট করে দেওয়া হয়। ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাৎকারে এই টেলিকম সংস্থা জানায় যে তারা এখনও 5G পরিষেবা দেশে চালু করেনি। শুধু তাই নয়, দিল্লি ছাড়াও আর অন্য কোথাও কি এই কোম্পানির তরফে 5G পরিষেবা চালু করা হয়েছে সেটাও জানা যায়নি। তবে সেটা যে শীঘ্রই জানা যাবে সেটা সকলেই জানেন। টেলিকম অপারেটরের কাস্টমার সাপোর্ট টিমের তরফে জানানো হয়েছে এই সংস্থা তাদের পার্টনারদের সঙ্গে হাত মিলিয়ে দ্রুত গতিতে কাজ করে চলেছে দেশের বিভিন্ন শহরে 5G পরিষেবা আনার জন্য। এবং তারা যে শীঘ্রই এই 5G পরিষেবার প্ল্যান সামনে আনবে সেটাও জানা গিয়েছে। Vi -এর তরফে করা এই টুইট প্রথমে TelecomTalk দেখতে পায়।
অন্যদিকে Jio ইতিমধ্যেই দেশের 75টি শহরে তাদের 5G পরিষেবা চালু করে দিয়েছে। Reliance Jio -এর তরফে আগেই জানানো হয়েছিল যে তারা যত দ্রুত সম্ভব দেশের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা পৌঁছে দিতে চায়। এবং সেই লক্ষ্যে অবিচল থেকে তারা এগিয়ে চলেছে। Airtel সেই তুলনায় খানিকটা পিছিয়ে আছে। Airtel এখন সবেমাত্র 22টি ভারতীয় শহরে 5G পরিষেবা চালু করেছে।
একাধিক শহরে 5G পরিষেবা পৌঁছে গেলেও অভিজ্ঞতা ততটা ভাল নয়। গ্রাহকরা অন্তত তাই জানাচ্ছেন। শোনা যাচ্ছে অনেকেই কল ড্রপের সমস্যায় ভুগছেন। বিশেষ করে যাঁরা 4G থেকে 5G তে ট্রান্সফার হয়েছেন তাঁরা এই সমস্যায় ভুগছেন। আরেকটি জরুরি সমস্যা হল নিমেষে ডেটা ফুরিয়ে যাচ্ছে। 4G এর তুলনায় 5G অনেক দ্রুত, তাই এটা ডাউনলোড করে মুহূর্তের মধ্যে। আর 5G ডেটা ব্যবহার করে কেউ যদি কোনও কনটেন্ট দেখেন তাহলে নিমেষে তার সম্পূর্ণ ডেটা ফুরিয়ে যাচ্ছে। তাই তাদের বলা হচ্ছে যথেষ্ট পরিমাণে ডেটা ব্যাকআপ নিয়ে 5G তে ট্রান্সফার হতে।
বর্তমানে Jio দিল্লি, মুম্বই, কলকাতা, বারাণসী, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি, গুরুগ্রাম, গুয়াহাটি, আহমেদাবাদ, পুনে, ইন্দোর, সহ একাধিক শহরে এই পরিষেবা চালু করেছে। যাঁরা Jio 5G ব্যবহার করতে চান তাঁদের বেশি খাটার প্রয়োজন নেই। এই পরিষেবা ফোনে অ্যাক্টিভেট করতে চাইলে কেবল মোবাইল নেটওয়ার্ক সেটিংসে গিয়ে সেটা এনাবল করে দিলেই হবে। কিছু কিছু ফোন 3/4/5G তে ডিফল্ট ভাবে সেট করা থাকে। এটার ফলে আপনি কোন জায়গায় আছেন সেটার উপর নির্ভর করে আপনি পরিষেবা পাবেন। আপনি যদি আপনার ফোন 5G পরিষেবার উল্লেখ না দেখতে পান তাহলে আপনার ফোন এখন 5G সাপোর্ট করার মতো আপডেট পায়নি।