Vodafone Idea, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় একটি টেলিকম সংস্থা, একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এটি একটি ডেটা ভাউচার, যার দাম 75 টাকার। গ্রাহকদের মূল প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলে এই ভাউচারটি কাজে আসবে। আসুন এই সস্তার ডেটা প্যাক সম্পর্কে আরও জেনে নেওয়া যাক…
সংস্থাটি সম্প্রতি কাতারে চলমান ফিফা বিশ্বকাপ 2022-এর জন্য চারটি নতুন আন্তর্জাতিক রোমিং (IR) প্ল্যান চালু করেছে। এই প্ল্যানগুলির মধ্যে রয়েছে – Rs 2999, Rs 3999, Rs 4499 এবং Rs 5999 প্ল্যান।
ভোডাফোন আইডিয়া নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক প্ল্যানের উপর আনলিমিটেড কল এবং ডেটা বেনিফিটের সুবিধা দিচ্ছে। যাঁরা বিদেশে গিয়েও ডেটার সমস্যায় পড়তে চান না তাঁদের জন্য এই প্ল্যানগুলো দারুন উপকারী। Trulh Unlimited Data and Voice Experience নামক একটি অফার দিচ্ছে Vodafone Idea তাদের International Roaming এর উপর। এই প্ল্যানের সাহায্যে গ্রাহকরা নির্বিঘ্নে বিদেশে গিয়েও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ডেটার চিন্তা না করেই।
এই আন্তর্জাতিক প্ল্যানগুলো মোটামুটি সমস্ত জায়গাতে কাজ করবে, সেটা আমেরিকা হোক বা লন্ডন, মধ্য প্রাচ্যের কোনও দেশ হোক বা মালেশিয়া, সিঙ্গাপুর, জার্মানি, হাঙ্গেরি, ফ্রান্স, হং কং, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, তুরস্ক, ব্রাজিল, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড , ইত্যাদি। দেখে নিন কোন প্ল্যানে কী সুবিধা মিলবে।