digit zero1 awards

Vodafone idea-র ধামাকা প্ল্যান, সস্তা দামের প্রিপেইড প্ল্যানে এখন প্রতিদিন 4 জিবি ডেটা

Vodafone idea-র ধামাকা প্ল্যান, সস্তা দামের প্রিপেইড প্ল্যানে এখন প্রতিদিন 4 জিবি ডেটা
HIGHLIGHTS

ভোডাফোন আইডিয়া তার সবথেকে জনপ্রিয় প্রিপেইড প্ল্যানের সাথে ডাবল ডেটা অফার চালু করেছে

প্রতিদিন 4 জিবি ডেটা ছাড়াও, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং Vi এর 449 টাকার প্রিপেইড প্ল্যানো

Vi-এর এই 449 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 100 এসএমএসও পাবেন

Vi (ভোডাফোন আইডিয়া) তার সবথেকে জনপ্রিয় প্রিপেইড প্ল্যানের সাথে ডাবল ডেটা অফার চালু করেছে। Vi এর 449 টাকার প্রিপেইড প্ল্যান কোম্পানির ওয়েবসাইটে ডাবল ডেটা অফার সহ লিস্ট করা হয়েছে। ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানে এখন প্রতিদিন 4 জিবি ডেটা পাওয়া যাবে, যা আগে 2 জিবি পাওয়া যেত।

Vi 449 টাকার প্ল্যানের সুবিধা

ভোডাফোনের এই প্ল্যানের সুবিধার কথা বললে, প্রতিদিন 4 জিবি ডেটা ছাড়াও, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পাওয়া যায়। এছাড়াও, গ্রাহকরা পাচ্ছেন Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই সাবস্ক্রিপশন এক বছরের জন্য পাওয়া যাবে। তবে এই প্ল্যানে ফ্রি ডেটা পাওয়া যাবে দুপুর 12টা থেকে সকাল 6 পর্যন্ত। সাথে Vi-এর এই 449 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 100 এসএমএসও পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।

বলে দি যে Vodafone (Vi) সম্প্রতি 267 টাকার প্রি-পেইড প্ল্যান লঞ্চ করেছে যার সাথে 25 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এই প্ল্যানেও প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিনের এবং Vi Apps -এর সাবস্ক্রিপশনও পাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo