Vodafone-idea একসঙ্গে মিশে হল নতুন সংস্থা Vi, নিয়ে এল একগুচ্ছ সস্তার প্ল্যান, কী কী সুবিধা পেতে চলেছে গ্রাহকরা

Updated on 09-Sep-2020
HIGHLIGHTS

Vodafone এবং Idea একসঙ্গে মিশে গিয়েই এবার নতুন ব্র্যান্ড হয়ে উঠল VI

ভোডাফোন আইডিয়া-র ২০১৮ সালে মার্জর হয়েছিল এবং তখন থেকেই উভয় সংস্থা তাদের নিজের নামে ব্যবসা করছে

Vodafone India এবং Idea-র ওয়েবসাইটটি এখন https://www.myvi.in/ এ পরিণত হয়েছে

Vodafone-idea Now Vi: ভোডাফোন এবং আইডিয়া-র ৩ বছর আগে মার্জার হয়ে। তার পর দুই সংস্থা মিলে হয়ে ভোডাফোন আইডিয়া। তবুও গ্রাহকের সংখ্যায় ক্রমশই কমে চলেছে। এবার আবার নতুন  রুপে হাজির হচ্ছে Vodafone-Idea। এবার নতুন ব্র্যান্ড হয়ে উঠল Vi। সোমবারে একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানায়ে সংস্থা।

এছাড়াও, সংস্থাটি তার পাঞ্চলাইনটি টুগেদার ফর টুমার (Together for Tommorow) বদলে দিয়েছে। বলে দি যে ভোডাফোন আইডিয়া-র ২০১৮ সালে মার্জর হয়েছিল এবং তখন থেকেই উভয় সংস্থা তাদের নিজের নামে ব্যবসা করছে। আসুন জেনে নেওয়া যাক নাম পরিবর্তনের সাথে প্ল্যান, কাস্টমার কেয়ার নাম্বার ইত্যাদিতে কোনও পরিবর্তন হয়েছে কিনা..

https://twitter.com/VodaIdea_NEWS/status/1302903399936008192?ref_src=twsrc%5Etfw

নতুন নামের পাশাপাশি Vodafone India এবং Idea-র ওয়েবসাইটটি এখন https://www.myvi.in/ এ পরিণত হয়েছে। নাম পরিবর্তন করার পর দুটি সংস্থা তাদের প্ল্যানে বিশেষ কোনও পরিবর্তন করেনি। তবে যদি আপনি ভোডাফোন বা আইডিয়ার কোনো রিচার্জ করাতে চান তবে https://www.myvi.in/ এ যেতে হবে বা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে myvi অ্যাপটি ডাউনলোড করতে হবে, যদিও এই অ্যাপটি স্টোরে ডাউনলোড করার জন্য় পাওয়া যাচ্ছে না।

এছাড়া, সিমের নাম এবং নম্বর নিয়ে কোনো পরিবর্তন করা হয়েনি। পাশাপাশি, যা সুবিধা আপনি সংস্থার আগের অ্যাপ My Vodafone App-এ পাচ্ছিলেন, সেই সুবিধাই পেয়ে যাবেন নতুন অ্যাপ Myvi তে। ব্যালেন্স চেক করা থেকে শুরু করে মাইভি অ্যাপের মাধ্যমে রিচার্জ করা সবকিছু আপনি করতে পারেন।

এর পাশাপাশি নতুন সংস্থা Vi তরফে নতুন প্ল্যানের ঘোষনা করা হয়েছে। নতুন সংস্থার নতুন প্ল্যান গ্রাহকদের জন্য় অনেক কিছু সুবিধা নিয়ে আসা

Vi (ভোডাফোন-আইডিয়া) নতুন প্ল্যান এক নজরে দেখে নিন:

  1. ২৪৯ টাকায় ২৮ দিনে মিলবে ১.৫ জিবি ইন্টারনেট (প্রতিদিন)।
  2. ২৯৯ টাকায় ২৮ দিনে মিলবে ২+২ জিবি ইন্টারনেট (প্রতিদিন)।
  3. ৩৯৯ টাকায় ৫৬ দিনে মিলবে ১.৫ জিবি ইন্টারনেট (প্রতিদিন)।
  4. ৫৯৯ টাকায় ৮৪ দিন মিলবে ১.৫ জিবি ইন্টারনেট।
  5. ১৪৯ টাকায় ২৮ দিনে মিলবে ২ জিবি+ ৩০০ SMS।
  6. ৩৭৯ টাকায় পাওয়া যাবে  ৬ জিবি+ ১০০০ এসএমএস ৮৪ দিনের জন্য।
  7. ২১৯ টাকা দিলে মিলবে ১ জিবি ২৮ দিনের জন্য।
  8. ৪৪৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন  ২+২ জিবি ইন্টারনেট ৫৬ দিনের জন্য
  9. ৬৯৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন  ২+২ জিবি ইন্টারনেট ৮৪ দিনের জন্য।
  10. ২৩৯৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ৩৬৫ দিনের জন্য।

এই প্রতিটি ক্ষেত্রেই টকটাইম মিলবে আনলিমিটেড।

Connect On :