Vodafone Idea টেলিকম সংস্থা হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা। কিন্তু বর্তমানে বেশ কয়েক মাস ধরে এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা চোখে পড়ার মতো কমছে। ফলে গ্রাহক সংখ্যার গ্রাফ এই টেলিকম সংস্থার নিম্নমুখী। আর প্রধান কারণ হিসেবে উঠে আসছে Jio এবং Airtel যখন একদিকে ভারতের একাধিক শহরে 5G পরিষেবা চালু করে দিয়েছে, তখন ভোডাফোন আইডিয়ার তরফে তেমন কোনো জোরদার প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে অনেকেই ভোডাফোন আইডিয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
তাই এখন Vi তাদের পুরনো গ্রাহকদের ফেরাতে চাইছেন আবার, একই সঙ্গে নতুন গ্রাহকদের আকর্ষিত করার জন্য তারা তাদের যে প্রিপেইড প্ল্যানগুলো আছে সেগুলোকে রিভাইস করে নতুন করে তালিকা প্রকাশ করেছে রিচার্জ প্ল্যানের। ভোডাফোন আইডিয়ার তরফে কখনও এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে, কখনও আবার বেশি ডেটা জুড়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় একাধিক প্রিপেইড (Prepaid) এবং পোস্টপেইড (Postpaid) প্ল্যানের খরচ কমিয়েছে এই সংস্থা।
নতুন পোস্টপেইড প্ল্যান আনা হয়েছিল Vi এর তরফে কিছুদিন আগেই। এবার তারা আবার নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এল। ভোডাফোন আইডিয়ার এই নতুন বার্ষিক প্ল্যানের মূল্য হল 2,999 টাকা। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সুযোগ তো পাবেনই, সঙ্গে মিলবে 850 GB ডেটা সহ আরও একাধিক সুবিধা। কী কী? দেখুন।
এই প্ল্যানটির বৈধতা হল 365 দিন, অর্থাৎ 1 বছর। এই এক বছরের প্ল্যানটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে 2,999 টাকা। এই টাকায় মোট 850 GB ডেটা দেওয়া হবে আপনাকে, অর্থাৎ আপনি রোজ 2.33 GB ডেটা পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য সুবিধার মধ্যে আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা তো থাকছেই যেখানে আপনি লোকাল কল তো বটেই STD কল করতে পারবেন।
এছাড়া কোনও গ্রাহক যদি 1 বছর শেষ হওয়ার আগেই 850 GB ডেটা শেষ করে ফেলেন তাহলে তাঁর থেকে প্রতি MB ডেটার জন্য এই সংস্থা 50পয়সা নেবে। রোজ 100টি করে লোকাল বা STD মেসেজ পাঠানোর সুবিধাও থাকবে ফ্রিতে। সেটা ফুরিয়ে গেলে কেউ অতিরিক্ত মেসেজ পাঠাতে চাইলে তখন গ্রাহককে প্রতি লোকাল মেসেজের জন্য 1 টাকা এবং STD মেসেজের জন্য 1.5 টাকা করে খরচ করতে হবে।
এছাড়া ভাবছেন আর কি সুবিধা মিলবে? রোজ রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত গ্রাহকরা Vi Movies and TV এর ফ্রি অ্যাকসেস পাবেন। সঙ্গে রোজ 2.33 GB হাইস্পিড ডেটা তো আছেই। ফলে লক্ষ্য করলে দেখা যাবে মাসিক কিস্তিতে বা 28 দিনের জন্য রোজ 2.33 GB ডেটা, ফ্রি মেসেজ, আনলিমিটেড কল ইত্যাদি মিলবে মাত্র 230 টাকায়।
ভোডাফোন আইডিয়ার আরও দুটি বার্ষিক প্ল্যান আছে, যেখানে 2,899 টাকায় মিলবে রোজ 1.5 GB করে হাইস্পিড ডেটা এবং আরেকটি প্ল্যান হল 3,099 টাকা যেখানে রোজ 2 GB করে হাইস্পিড ডেটা মিলবে।