Vodafone-Idea বাজারে দুটি নতুন রিচার্জ প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে
এই দুটি প্রিপেইড প্ল্যান হল 368 টাকা এবং 369 টাকার
Vodafone Idea এর 5G নেটওয়ার্ক শীঘ্রই শুরু হতে চলেছে
Vodafone-Idea 5G কানেক্টিভিটির ক্ষেত্রে Jio-Airtel এর তুলনায় অনেকটা পিছিয়ে, তবে বাজারে জমে থাকতে কোম্পানি একের পর এক নতুন প্ল্যান চালু করছে। 5G নেটওআর্কের প্রতিযোগিতায় এবার Vodafone-ও অংশগ্রহন করতে চলেছে। সম্প্রতি টেলিকম কোম্পানির তরফে জানানো হয়েছে যে Vodafone Idea এর 5G নেটওয়ার্ক শীঘ্রই শুরু হতে চলেছে, তবে লঞ্চের তারিখ এর বিষেয় কিছু জানানো হয়নি।
Vodafone-Idea বাজারে দুটি নতুন রিচার্জ প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই দুটি প্রিপেইড প্ল্যান হল 368 টাকা এবং 369 টাকার। এই দুটি নতুন প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং, SMS এর সাথে OTT সাবস্ক্রিপশন দেওয়া হবে। আসুন Vi এর দুটি প্রিপেইড রিচার্জ সম্পর্কে জেনে নেওয়া যাক…
Vodafone-Idea Rs 368 prepaid plan
Vodafone-Idea 368 টাকার রিচার্জে গ্রাহকদের প্রতিদিন 2GB ডেটা অফার করা হচ্ছে, যা 30 দিনের জন্য 60 জিবি হবে। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100 SSMS রোজ দেওয়া হবে। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে SunNxt অ্যাপে অ্যাক্সেস সুবিধা পাবেন।
প্ল্যানের অন্যান্য সুবিধার কথা বললে, এতে Binge All Night,উইকেন্ড ডেটা রোলওভার সুবিধা থাকছে। এর পাশাপাশি, Vi মুভিজ এবং টিভি সাবস্ক্রিপশন এবং 2 জিবি পর্যন্ত ডেটা ব্যাকআপ পাওয়া যাবে। Binge All Night অফারের আওতায়, রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।
Vodafone-Idea Rs 369 prepaid plan
Vi এর 369 টাকার রিচার্জের ভ্যালিডিটি 30 দিনের দেওয়া হয়েছে। গ্রাহকরা এই রিচার্জেও প্রতিদিন 2GB ডেটা সুবিধা পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS সুবিধা এবং আনলিমিটেড কলিং। পাশাপাশি, এতেও 368 টাকার প্ল্যানের মতোই সুবিধা পাওয়া যাবে। এতেও Binge All Night,উইকেন্ড ডেটা রোলওভার, Sony Liv, Vi মুভিজ এবং টিভি অফার রয়েছে।
বলে দি যে Vodafone-Idea এর লেটেস্ট দুটি রিচার্জ প্ল্যানের দামে 1 টাকার পার্থক্য এবং আরেকটি বিশেষ পার্থক্য হল OTT সুবিধা। 368 টাকার প্ল্যানে গ্রাহকদের SunNXT অ্যাপ অ্যাক্সেস দেওয়া হচ্ছে এবং আরেকটি 369 টাকার প্ল্যানে গ্রাহকদের Sony LIV অ্যাপ সুবিধা দেওয়া হচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.