দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি Vodafone Idea (Vi) এর তরফে দুটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই রিচার্জ প্ল্যানের সুবিধা গ্রাহকরা কিছু সার্কেলে পাবেন। ভোডাফোন আইডিয়া এর নতুন দুটি রিচার্জ প্ল্যানের দাম 150 টাকার কম রাখা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়ার নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে।
আপনি যদি আপনার সেকেন্ডারি মোবাইল সিম এক্টিভ রাখতে চান তবে এই কম খরচের নতুন রিচার্জ প্ল্যানটি দেখতে পারেন। ভোডাফোন আইডিয়ার নতুন প্ল্যানের দাম 128 টাকা এবং 138 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: আবারও ডাউন হল IRCTC ওয়েবসাইট, অনলাইন টিকট বুকিংয়ে সমস্যা
গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সাথে 20 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এই প্ল্যানে 100MB মোবাইল ডেটা দেওয়া হয়। এর সাথে এতে 10 লোকল অন-নেট নাইট মিনিট পাওয়া যায় এবং গ্রাহকদের 2.5 পয়সা প্রতি সেকেন্ড হিসেবে কলিং অফার করা হয়। এছাড়া এতে রাত 11টা থেকে সকাল 6 পর্যন্ত আউটগোইং SMS বা নাইট মিনিট পাওয়া যাবে না।
নতুন 128 টাকার প্ল্যানে গ্রাহকরা 18 দিনের ভ্যালিডিটি অফার করছে। এতে রিচার্জ করলে 100MB ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে 2.5 পয়সা প্রতি সেকেন্ড হিসেবে কলিং এর অপশন দেওয়া হচ্ছে। এছাড়া 10 লোকল অন-নেট নাইট মিনিট পাওয়া যাবে। এই নাইট মিনিটের সুবিধা রাত 11 টা থেকে সকাল 6 টা পর্যন্ত পাওয়া যেতে পারে। এই রিচার্জ প্ল্যানে আউটগোইং SMS অফার করা হয় না।
এই দুটি রিচার্জ প্ল্যান গ্রাহকদের তাদের SIM কার্ড এক্টিভ রাখার সুবিধা দেবে। কর্নাটক সার্কেলে এই দুটি রিচার্জ প্ল্যান পাওয়া যাবে।
বলে দি যে TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলিকে শুধুমাত্র এসএমএস এবং কলিং অফার করে এমন গ্রাহকদের জন্য বিশেষ ট্যারিফ ভাউচার (এসটিভি) চালু করার নির্দেশ দিয়েছে৷ এই আদেশ 2025 সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে কার্যকর হবে।
আরও পড়ুন: Jio ক্রিসমাস অফার, মাত্র 601 টাকায় পুরো বছর মিলবে আনলিমিটেড 5G ডেটা