Vi বা Vodafone Idea তাদের প্রিপেইড গ্রাহকদের অতিরিক্ত ডেটা দিচ্ছে ভারতে 74 তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে। এই বিশেষ দিনটির বিশেষ উদযাপনের একটি অঙ্গ হিসেবে গ্রাহকরা 5 GB বা 2 GB ডেটা পেয়ে যাবেন অতিরিক্ত তাও কোনও খরচ ছাড়াই। হ্যাঁ, বিনামূল্যেই মিলবে এই ডেটা। আপনি কোন প্রিপেইড প্ল্যান ব্যবহার করছেন সেটার উপর ভিত্তি করে এই অতিরিক্ত ডেটা পাবেন। 5 GB অতিরিক্ত ডেটা মিলবে 299 টাকার উপর রিচার্জ করলে। আর যাঁরা 199 থেকে 299 টাকার মধ্যে রিচার্জ করিয়েছেন তাঁরা 2 GB ডেটা পেয়ে যাবেন। এই অফার পাওয়ার জন্য গ্রাহকদের অ্যাপ ব্যবহার করতে হবে। আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার উপলব্ধ আছে।
Vi -এর যে অফিসিয়াল সাইট আছে সেখানে বলা হয়েছে যে এই অতিরিক্ত ডেটা 28 দিনের জন্য উপলব্ধ হবে। এই টেলিকম সংস্থার কিছু সেরা প্ল্যানের মধ্যে আছে 299 টাকা, 479 টাকা এবং 719 টাকার রিচার্জ প্ল্যানগুলো। এই তিনটি প্ল্যানেই গ্রাহকরা আনলিমিটেড কল করার সুবিধা পাবেন। কিন্তু এই প্ল্যানগুলোর বৈধতা এবং তাতে যে ইন্টারনেট ডেটা মেলে সেটার পরিমাণ আলাদা হয়। এই 299 টাকার প্ল্যানে 1.5GB ডেটা মেলে প্রতিদিন। এই প্ল্যানের বৈধতা 28 দিনের।
প্ল্যানে এখানে রোজ রাত 12টা থেকে ভোর 6টা প্রযোজ্য ফ্রি ইন্টারনেট ডেটা মেলে। সঙ্গে সপ্তাহের বেঁচে যাওয়া ডেটা সপ্তাহের শেষে ব্যবহার করার সুযোগ তো থাকেই। সঙ্গে Vi মুভিজ অ্যান্ড Tv, ইত্যাদির সুবিধা তো আছেই। আর প্রতি মাসে এখানে ব্যাক আপ হিসেবে অতিরিক্ত 2GB ডেটা পাওয়া যায়। গ্রাহকদের 121249 নম্বরে ফোন করতে হবে বা Vi অ্যাপের মাধ্যমে এই অফার দাবি করতে হবে, অতিরিক্ত ডেটা পাওয়ার জন্য। অন্যদিকে 479 এবং 719 টাকার যে প্ল্যান দুটো আছে সেখানেও একই সুবিধা মিলবে তবে বৈধতা অনেক বেশি। 479 টাকার প্ল্যানের বৈধতা 56 দিনের আর 719 টাকা প্ল্যানের বৈধতা 84 দিনের।
209 টাকারও একটি প্রিপেইড প্ল্যান দিয়ে থাকে Vi। এখানে 28 দিনের বৈধতা সহ আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যায়। একই সঙ্গে 4 GB ডেটা মিলবে। সঙ্গে 2 GB অতিরিক্ত ডেটা মিলবে অ্যাপের মাধ্যমে যদি আপনি রিচার্জ করান।
তবে আপনি যে এই 5 বা 2 GB অতিরিক্ত ডেটা পাবেন তার মানে কিন্তু এটা নয় যে আপনি 5G স্পিডের ইন্টারনেট পরিষেবা পাবেন। কারণ এখনও পর্যন্ত Vi -এর তরফে 5G পরিষেবা চালু করা হয়নি। এখন কেবল Airtel এবং Jio -এর তরফে দেশে 5G পরিষেবা চালু করা হয়েছে। Jio দ্রুত গতিতে দেশের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা পৌঁছে দিচ্ছে।
তবে Vi -এর তরফে সম্প্রতি একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 5G পরিষেবা পেতে চাইলে 5G ফোন থাকা আবশ্যক। কিন্তু এই পরিষেবার জন্য আপনার আলাদা করে কোনও 5G সিম কিনতে হবে না। এই পোস্টে বলা হয়েছে একবার ফোন 5G তে আপগ্রেড করিয়ে নিলে আপনার 4G সিমেই 5G চলবে। যদিও তারা কবে দেশে 5G চালু করবে সেটা জানায়নি। ফলে 5G প্ল্যান নিয়ে Vi -এর কী ভাবনা সেটাও বোঝা যাচ্ছে না।