জিও কে মাত দিতে এবার ভোডাফোন এবং আইডিয়ার একসঙ্গে!

Updated on 31-Jan-2017
HIGHLIGHTS

জিও-র দাদাগিরির মোকাবিলাতেই এক হয়ে যাচ্ছে দু’টি সংস্থা, দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷

ভারতীয় টেলকিম ইন্ডাস্ট্রিতে বড়সড় রদবদল৷ এবার মিশে যেতে চলেছে ভোডাফোন ও আইডিয়া৷ সম্প্রতি ভোডাফোনের তরফে তা নিশ্চিত করা হয়েছে৷ সূত্রের খবর, ফ্রি 4G ডেটা ও আজীবন ফ্রি ভয়েস কলের অফার দিয়ে রিলায়েন্স জিও যেভাবে টেলিকম মার্কেটের দখল নিয়েছে, সেই পরিস্থিতিতে বাজারে টিকে থাকাই এখন কার্যত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে অন্যান্য সংস্থাগুলির কাছে৷ জিও-র দাদাগিরির মোকাবিলাতেই এক হয়ে যাচ্ছে দু’টি সংস্থা, দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷

আরও দেখুন : সাওমি ভারতে লঞ্চ করলো তার রেডমি নোট 4 স্মার্টফোন 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে

বেশ কয়েক মাস ধরেই চলছিল জল্পনা৷ শোনা যাচ্ছিল, টেলিকম সংস্থা আইডিয়ার সঙ্গে মিশতে চাইছিল ভোডাফোন৷ ভারতীয় বাজারে ভোডাফোনের প্রতিপত্তি বাড়াতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা যাচ্ছিল৷ যদিও সংস্থার তরফে কোনও স্থির সিদ্ধান্ত এতদিন জানানো হয়নি৷ ভোডাফোন ইন্ডিয়ার তরফে সম্প্রতি তা নিশ্চিত করা হল৷ জানানো হয়েছে, দুটি কোম্পানির এক হয়ে যাওয়া নিয়ে, আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা চলছে৷ বাস্তবায়িত হলে এটাই দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবথেকে বড় চুক্তি হতে চলেছে৷

আরও দেখুন : রিল্যায়েন্স জিও কে টক্কর দিতে নতুন অ্যাপ নিয়ে আসছে আইডিয়া

আরও দেখুন : 4GB র্যাম দিয়ে সজ্জিত করা ভিভো Y67A ফোন TENAA তালিকায়

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :