Vodafone তিনটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল

Vodafone তিনটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল
HIGHLIGHTS

Vodafone, 1.5GB ডাটার সঙ্গে লঞ্চ করল তাদের তিনটি নতুন প্রিপেড প্ল্যান, এদের দাম শুরু হচ্ছে 209 টাকা থেকে

ভারতে রিলায়েন্স জিও লঞ্চ হওয়ার পড়ে ভারতের টেলিকম বাজারে হুলুস্থুলু পড়ে যায় আর অনেক পরিবর্তন আসে। আর জিও টেলিকমে আসার পরে অন্যান্য টেলিকম কোম্পানি গুলি করা প্রতিযোগিতায় পড়ে যায়। আর সেই সময় থেকে সব কোম্পানি গুলি নিজেদের মতন করে জিওর সঙ্গে প্রতিযোগিতায় টেকার জন্য একের পর এক বিভিন্ন প্ল্যান নিয়ে এসেছে। আর তারা হয় নতুন প্ল্যান নিয়ে আসছে আর না হলে কোন না কোন প্ল্যানে পরিবর্তন করে চলেছে।

আপনাদের বলে রাখি যে ভোডাফোন তাদের কিছু প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে এতে 1.5GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এর মানে এই যে এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এই তিনটি প্ল্যানের দাম 209টাকা, 479 টাকা আর 529 টাকা। আর এছাড়া এই তিনটি প্ল্যানের বৈধতার কথা বললে এদের বৈধতা যথাক্রমেঃ 28,84 আর 90 দিনের।

শুধু এই নয় নিজেদের এই প্ল্যানে ডাটা বেনিফিটের সঙ্গে আনলিমিটেড কলিংও পাওয়া যাচ্ছে আর এতে একটি বেরিয়ার আছে মানে আপনারা প্রতিদিন মাত্র 250 মিনিটের কলিং পাচ্ছেন, আর এছাড়া আপনারা সপ্তাহের হিসাবে দেখেন তবে এতে প্রায় 1000 মিনিট পাওয়া যাচ্ছে। আর এছাড়া এতে আপনারা প্রতিদিন 100টি SMS পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo