Vodafone 180 দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানটি লঞ্চ করেছে

Vodafone 180 দিনের বৈধতা যুক্ত এই প্ল্যানটি লঞ্চ করেছে
HIGHLIGHTS

ভোডাফোন 154 টাকা দামের নতুন প্ল্যান নিয়ে এসেছে যা 180 দিনের বৈধতা যুক্ত আর এই প্ল্যানে ইউজার্সরা 600 টি লোকাল অন নেট মিনিট পাবে

ভোডাফোন তাদের নতুন 154 টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যে 600 টি লোকাল অন নেট মিনিট অফার করে আর এই প্ল্যানের বৈধতা 180 দিনের। 154 টাকজার ভোডাফোনের রিচার্জ প্ল্যানে লোকাল মিনিট শুধু নাইট কলিংয়ের জন্য দেওয়া হয়েছে। তবে ভোডাফোন 154 টাকার প্ল্যানের বৈধতা 180 দিনের। আর প্রিপেড সাবস্ক্রাইবাররা এই বছরের প্ল্যানে ভয়েস কলিংয়ের বেনিফিটের সঙ্গে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত পাবেন। আর ভোডাফোন সম্প্রতি তাদের 209 আর 479 টাকার প্ল্যানে কিছু পরিবর্তন করেছে যার পরে ইউজার্সরা এই প্ল্যানে প্রতিদিন 1.6GB ডাটা পাচ্ছেন।

ভোডাফোনের অফিসিয়াল লিস্টিং অনুসারে 154 টাকার রিচার্জ প্ল্যান 180 টাকার বৈধতা অফার করেছে। আর এই প্ল্যানে 600 টি লোকাল অন নেট কলিং মিনিট আছে। আর ইউজার্সরা রাত 12টা থেকে সকাল  6টা পর্যন্ত এই মিনিটের সুবিধা পাবেন। রেগুলার কল রেটের জন্য 154 টাকার প্ল্যানে শুধু ন্যাশানাল কল্রে রেট প্রতি সেকেন্ডে 2.5 পয়সা হবে। আর এছাড়া প্রতি 10KB ডাটার জন্য চার পয়সা লোকাল SMS য়ের জন্য এক টাকা আর ন্যাশানাল SMS য়ের জন্য 1.5 টাকার রিচার্জ দিতে হবে।

ভোডাফোন জানায়নি যে এই প্ল্যান থেকে প্রিপেড সাবস্ক্রাইবাররা তাদের অ্যাকাউন্টের বৈধতা বাড়াতে পারবেন কিনা বা এর জন্য তাদের আলাদা রিচার্জ করতে হবে কিনা। 154 টাকার রিচার্জ প্ল্যানে ভোডাফোনের সাইটে মাই ভোডাফোন অ্যাপের মাধ্যমে রিচারজ করা যেতে পারে।

ভোডাফোন এই মাসের প্রথমে নিজেদের 209 টাকা আর 479 টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছিল আর এই দুটি প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1.6GB ডাটা পান। 209 টাকার রিচার্জ প্ল্যানে ইউজার্সরা 28 দিনের বৈধতা পাচ্ছেন আর সেখানে 479 টাকার রিচার্জ প্ল্যানে ইউজার্সরা 84 দিনের বৈধতা পাচ্ছেন। আর এই দুটি অপশানই আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 টি SMS আর ভোডাফোনের প্লের অ্যাক্সেস পাচ্ছে।

Digit.in
Logo
Digit.in
Logo