এই পরিষেবার সুবিধা গ্রাহকরা জানুয়ারি ৯ থেকে পাবেন৷ আনলিমিটেড ৩জি ও ৪জি ডেটা মাত্র ১৬ টাকায়৷
গ্রাহকদের জন্য সুপার অফার নিয়ে এল টেলিকম নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা ভোডাফোন৷ নতুন এই অফারটির মাধ্যমে প্রিপেড গ্রাহকরা মাত্র ১৬ টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা এক ঘণ্টার জন্য৷
ভোডাফোন ইন্ডিয়ার চিফ কর্মাশিয়াল অফিসার সন্দীপ কাটারিয়া জানিয়েছেন, ‘এই সুপারের অফারের সাহায্যে আমরা সেই সকল বাধাকে অতিক্রম করতে চায় যা গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার করা থেকে আটকে থাকে৷’ প্রত্যেক ঘণ্টায় ন্যুনতম অঙ্কের একটি রিচার্জ করলেই য়ত ইচ্ছে তত ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷ পাশাপাশি ডাউনলোডও করতে পারবেন৷
এই পরিষেবার সুবিধা গ্রাহকরা জানুয়ারি ৯ থেকে পাবেন৷ কী কী সুবিধা থাকবে এই অফারে দেখেনি৷ আনলিমিটেড ৩জি ও ৪জি ডেটা মাত্র ১৬ টাকায়৷ আনলিমিটেড লোকাল ভোডাফোন থেকে ভোডাফোন ভয়েস কল মাত্র ৭ টাকায়৷ আনলিমিটেড ২জি ডেটা মাত্র ৫ টাকায়৷ সুপার অফারে ৪জি বা ৩ জি প্যাকের মূল্য মাত্র ১৬ টাকা, যার মূল্য বিভিন্ন সার্কেলে আলাদা৷
৪জি ও ৩জি এই অফার বিহার, ঝাড়খণ্ড, এমপি, ছত্তিশগড়, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীর, অন্ধ্রপ্রদেশও তেলেঙ্গানাতে আপাতত পাওয়া যাবে না৷