digit zero1 awards

২০০ টাকার কমে একগুচ্ছ প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Vi, জিওর সঙ্গে হবে টক্কর

২০০ টাকার কমে একগুচ্ছ প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Vi, জিওর সঙ্গে হবে টক্কর
HIGHLIGHTS

Vi এর নতুন সস্তা প্ল্যানগুলির মধ্যে রয়েছে ১৯ টাকার একটি প্ল্যান

Vi (ভোডাফোন) পুজোর আগেই গ্রাহকদের আকৃষ্ট করতে ২০০ টাকারও কম দামের প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে

Vi-র নতুন প্ল্যানে আরেকটি রয়েছে ১৪৯ টাকার প্ল্যাক। এই প্ল্যানে পাওয়া যাবে মোট ৩ জিবি হাইস্পিড ডেটা

টেলিকম সেক্টরে Jio-র একছত্র রাজ চলছে। সংস্থা তাদের গ্রাহকদের ধরে রাখতে একের পর এক সস্তা প্ল্যান নিয়ে আসতে থাকে। তবে এবার জিওকে টেক্কা দিতে Vi একগুচ্ছ নতুন কম দামি প্ল্যান নিয়ে হাজির হয়েছে। Vi (ভোডাফোন) পুজোর আগেই গ্রাহকদের আকৃষ্ট করতে ২০০ টাকারও কম দামের প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। তবে আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলি সম্পর্কে সমস্ত কিছু…

১৯ টাকার Vi প্ল্যান

Vi এর নতুন সস্তা প্ল্যানগুলির মধ্যে রয়েছে ১৯ টাকার একটি প্ল্যান। Vi-এর এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং, ২০০ এমবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২ দিনের।

১২৯ টাকার Vi প্ল্যান

Vi-এর এই নতুন প্ল্যানের দাম রয়েছে ১২৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং, ৩০০ এসএমএস এবং মোট ২ জিবি হাইস্পিড ডেটা। এই প্ল্যানের সুবিধা ২৮ দিন পর্যন্ত পাওয়া যাবে।

১৪৯ টাকার Vi প্ল্যান

Vi-র নতুন প্ল্যানে আরেকটি রয়েছে ১৪৯ টাকার প্ল্যাক। এই প্ল্যানে পাওয়া যাবে মোট ৩ জিবি হাইস্পিড ডেটা, ৩০০ এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন।

১৯৯ টাকার Vi প্ল্যান

১৯৯ টাকার প্ল্যানও বাজারে নিয়ে এসছে Vi সংস্থা। প্ল্যানের সুবিধার কথা বললে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১ জিবি হাইস্পিড ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড কলিং। এই প্ল্যানের মেয়াদ ২৪ দিনের।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo