টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vi) তাদের গ্রাহকদের জন্য তিনটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই তিনটি প্ল্যানে 17 টাকা, 57 টাকা এবং 1999 টাকার রিচার্জ প্ল্যান আনা হয়েছে। এই প্ল্যানগুলিতে বিভিন্ন ধরনের সুবিধা অফার করা হচ্ছে, যেমন আনলিমিটেড নাইট ডেটা রাত 12টা থেকে সকাল 6 পর্যন্ত,তবে এতে SMS সুবিধা পাওয়া যাবে না।
আসুন দেখে নেওয়া যাক Vodafone-Idea এর লেটেস্ট রিচার্জে কী অফার করা হচ্ছে।
ভোডাফোন আইডিয়া নিজের 17 টাকার প্ল্যানটি ভাউচার লিস্টিংয়ের আওতায় আনা হয়েছে। এই প্ল্যানে কোম্পানি তার গ্রাহকদের আনলিমিটেড ইন্টারনেট ডেটা অফার করছে, যা রাত 12টা থেকে সকাল 6 পর্যন্ত থাকবে। কোম্পানির এই প্ল্যানটি 1 দিনের ভ্যালিডিটির সাথে আসে। তবে এই প্ল্যানে আরও কোনো সুবিধা পাওয়া যাবে না। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য় ভাল বিকল্প হতে পারে, যারা আনলিমিটেড ডেটা সুবিধা চায়।
আরও পড়ুন: 2023 সালে দেশে লঞ্চ হওয়া OnePlus-এর সেরা ক্যামেরা ফোন কোনগুলো? আছে কোন ফিচার
57 টাকার এই প্ল্যানটিও কোম্পানির 17 টাকার প্ল্যানের মতোই একটি প্রিপেইড রিচার্জ। এই রিচার্জ প্ল্যানেও একই সুবিধা অফার করা হচ্ছে। তবে এতে ইউজাররা 7 দিনের এক্সটেন্ডেড ভ্যালিডিটি পাবেন। Vi এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য় অনুযায়ী, এটি 168 ঘন্টার ভ্যালিড থাকবে। পাশাপাশি, এই রিচার্জেও কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না।
বলে দি যে কোম্পানির 17 টাকা এবং 57 টাকার প্ল্যানের সুবিধা পাওয়ার জন্য় গ্রাহকদের কাছে একটি এক্টিভ প্ল্যান থাকতে হবে।
Vi তার প্রিপেইড আনলিমিটেড প্যাক অফারের আওতায় এই প্ল্যানটি চালু করেছে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কলিং, রোজ 1.5GB ডেটা, প্রতিদিন 100টি SMS অফার করা হচ্ছে গ্রাহকদের। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়া পরে, ডেটা স্পিড 64Kbps পর্যন্ত কমে যাবে। এছাড়া, প্রতিদিনের 100 SMS লিমিট শেষ হওয়ার পরে কোম্পানি প্রতি SMS লোকল 1 টাকা এবং 1.5 টাকা প্রতি STD SMS চার্জ করবে। এই প্ল্যানে 250 দিন অর্থাৎ 8 মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে।
আরও পড়ুন: একই WhatsApp অ্যাকাউন্ট এবার ব্যবহার করুন একাধিক iPhone-এ! কীভাবে? দেখুন পদ্ধতি