কোম্পানিগুলির দাবি ছিল যে ১৪ পয়সা প্রতিমিনিটের কম কল রেট করা যাবে না
টেলিফোন রেগুলেটারি অথারিটি অফ ইন্ডিয়া(TRAI) ভারতের টেলিকম অপারেটার সার্ভিস প্রোভাইডার কোম্পানি-ভারতী এয়ারটেল, ভোডাফোন ইন্ডিয়া আর আইডিয়া সেলুলারের দাবি খারিজ করেছে। এই কোম্পানি গুলির দাবি ছিল যে কল রেট ১৪ পয়সা প্রতি মিনিটের কম করা যাবে না।
এই কোম্পানি গুলি বলেছিল যে ইন্টারকানেক্ট কর থাকে আর তাই কল রেট এর থেকে কম করা সম্ভব নয়। এর উত্তরে ট্রাই(TRAI) বলেছে যে, এই দাবি করা সমস্ত কোম্পানি তাদের স্পেশাল অফারে এর থেকেও সস্তায় ভয়েস কলের সুবিধা দেয়।
ট্রাই বলেছে যে, এই কোম্পানি গুলি গ্রাহকদের আকর্ষিত করার জন্য এমন করে তবে এখন তাদের এটা ভুল বলে কেন মনে হচ্ছে? আসলে টেলিম কোম্পানি রেগুলেটারি অথারিটি অফ ইন্ডিয়া ইন্টারকানেক্ট কর কে শূন্য করতে চায়।
যদি টেলিকম কর কমে যায় বা শূন্য হয়ে যায় তবে ভয়েস কল রেটও কমবে। আপনাদের জানিয়ে রাখি যে রিলায়েন্স জিওর প্রমোশনাল অফারের পরে এয়ারটেল সহ আরও কিছু টেলিকম সার্ভিস প্রোভাইডার নিজেদের ডাটা প্যাক আর ভয়েস কল প্যাকের রেট অনেক কমিয়ে দিয়েছে।