TRAI -এর তরফে সদ্যই একটা বড় পদক্ষেপ নেওয়া হল। ভারতীয়রা যাতে লাগাতার স্প্যাম কল না পান কাজের মধ্যে তার জন্য ভারতের টেলিকম সংস্থাগুলোর সঙ্গে মিলে কাজ করল TRAI। তারা AI ভিত্তিক স্প্যাম কল ফিল্টার ব্যবহার করছে স্ক্যাম এবং স্প্যাম কল বন্ধ করার জন্য।
এই কাজ শেষ হতে না হতেই TRAI একটি নতুন মিশন হাতে নিল। TRAI -এর তরফে এখন ভারতের বিভিন্ন টেলিকম সংস্থা অর্থাৎ Jio, Airtel, Vi -এর বর্তমান এবং প্রাক্তন 2G, 3G, 4G এবং এখনের 5G প্ল্যানের দাম নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
TRAI এখন এই বিভিন্ন টেলিকম সংস্থার বিভিন্ন ট্যারিফ রেট তুলনা করে দেখবে যে তারা কি কোনও ভাবে প্রয়োজনের তুলনায় বেশি দাম রেখেছে কোনও প্ল্যানের। বা গ্রাহকদের কী বোকা বানাচ্ছে এসব মিথ্যে আনলিমিটেড প্ল্যানের নাম করে।
আরও পড়ুন: রিলায়েন্স জিও এর 300 টাকার কম দামে ধামাকা প্ল্যান, 30 দিন পর্যন্ত মিলবে আনলিমিটেড ডেটা এবং কলিং
কোন টেলিকম সংস্থা কোন প্ল্যানের দাম কত রাখবে, কোন প্ল্যান রাখবে বাজারে কোনটা রাখবে না, ট্যারিফ কত হবে এসবই সমস্ত বিভিন্ন টেলিকম সংস্থাগুলোর হাতেই থাকে। কিন্তু তারা যদি কোনও প্ররোচনা করে, মিথ্যে কথা বলে তাহলে তাদের কাজে TRAI হস্তক্ষেপ করতে পারে।
TRAI এই বিষয় তখনই তদন্ত শুরু করে যখন VI Jio এবং Airtel -এর নামে একটি অভিযোগ আনে যে তারা নাকি 4G এর দামে 5G পরিষেবা দিচ্ছে। আর এই গোটা ঘটনার চক্করে ফ্যাসাদে পড়েছে Vi। তাদের ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে বলেও জানিয়েছে Vi। তারা দাবি করেছে যে তাদের বহু গ্রাহক হারাতে হয়েছে এই দুই টেলিকম সংস্থার কারণে।
যখন TRAI -এর তরফে Jio, Airtel -কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন তারা এই দাবি মানেনি। উল্টে তারা বলে যে এই 4G আনলিমিটেড প্ল্যানের ভুয়ো প্রচার Vi শুরু করেছিল সবার আগে।
TRAI এখন তাই বিভিন্ন প্ল্যানের দাম তুলনা করে দেখছে। সমস্ত টেলিকম সংস্থার প্ল্যান, দাম এবং পরিষেবা তারা যাচাই করছে। এবং তারা একই সঙ্গে খতিয়ে দেখছে যে কারা এই প্রথম আনলিমিটেড প্ল্যানের বিষয়টা শুরু করেছিল।
আরও পড়ুন: OTT-এর সুবিধা একগুচ্ছ Airtel পোস্টপেইড প্ল্যানে, দাম 600 টাকার মধ্যেই!
এখন আপনি খেয়াল করলে দেখবেন সমস্ত টেলিকম সংস্থাই একাধিক আনলিমিটেড প্ল্যান অফার করে থাকে। তাই TRAI অত্যন্ত সচেতন এবং সতর্ক ভাবে অতীতের এবং বর্তমানের সমস্ত প্ল্যান তুলনা করে দেখছে। জানিয়েছে শীঘ্রই তারা তাদের মতামত জানাবে।