Vodafone য়ের এই নতুন পদক্ষেপে পিছিয়ে যাবে এয়ারটেল

Updated on 10-Aug-2018
HIGHLIGHTS

আজকাল রিলায়েন্স জিও আর অন্যান্য টেলিকম অপারেটারদের করা প্রতিযোগিতা দেওয়ার জন্য নতুন কিছু করবে বলেই মনে হচ্ছে

ভোডাফো এয়ারটেল আর রিলায়েন্স জিওকে করা প্রতিযোগিতা দেওয়ার জন্য নিজদের নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। আপনাদের বলে রাখি যে কোম্পানি যথাক্রমেঃ 549 টাকা আর 799 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির 549 টাকার প্ল্যানে প্রায় 3.5GB 2G/3G/4G ডাটা অফার করে। আর এছাড়া 799 টাকার প্ল্যানে আপনারা 4.5GB ডাটা প্রতিদিন পাওয়া যাবে। আর এছাড়া এর সঙ্গে যদি জিওর প্ল্যানের তুলনা করি তবে দেখা জ্জাবে যে সেই প্ল্যানে আপনারা 799টাকার প্ল্যানে প্রতিদিন 0.5GB ডাটা পাবেন আর এয়ারটেলের কাছেও এই ধরনের প্ল্যান আছে যা এই দামেই পাওয়া যায় আর এর বৈধতা 28 দিনের।

549 টাকার প্রিপেড প্ল্যান

আমরা যদি 549 টাকার প্ল্যানটির বিষয়ে কথা বলি তবে দেখা যাবে যে এই প্ল্যানে আপনারা 98GB ডাটা পুরো 28 দিনের জন্য পাবেন। আর এর ডেলি লিমিট প্রায় 3.5GB ডাটা। আর এছাড়া এই প্ল্যানে আপনারা আনলিমিটেড কলিং য়ের সঙ্গে প্রতিদিন 100 টি SMS পাবেন।

799 টাকার প্রিপেড প্ল্যান

এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ আর এই প্ল্যানে আপন আরা 4.5GB ডাটা পাবেন। আর এর মানে এই যে এই প্ল্যানে আপনারা 128GB ডাটা পাবেন। আর এই প্ল্যানটিতে আপনারা 28 দিনের বৈধতার সঙ্গে আপনারা আনলিমিটেড কলিং য়ের সঙ্গে 100টি SMS পাবেন।

আর সেখানে জিওর 799 টাকার প্ল্যানটি যদি দেখা হয় তবে দেখা যাবে যে এই প্ল্যানে 140GB ডাটার সঙ্গে পাবেন আর এর মানে এই যে এ প্ল্যানে আপনারা প্রতিদিন 5GB ডাটা পাবেন। আর আপনারা এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে 100টি SMS পাবেন। আর এছাড়া জিও বান্ডেল অফারের অ্যাক্সেসও আপনারা পাবেন।

Connect On :