590 টাকার প্রাথমিক দামে টাটা স্কাই ব্রডব্যান্ড প্ল্যান আসছে
590 টাকার প্রাথমিক দামে টাটা স্কাই ব্রডব্যান্ড প্ল্যান আসছে
টাটা স্কাই তাদের ব্রডব্যান্ড পরিষেবা শুরু করেছে তবে ভারতের কিছু শহরেই এটি আছে। আর এটি এই সময়ে প্রায় 12টি শহরে পাওয়া যাচ্ছে। আর টাটা স্কাই গ্রাহকরা এবার হাই স্পিড ডাটা প্ল্যানের মাধ্যমে আকর্ষণীয় নতুন প্ল্যান পাচ্ছে। আর এই নতুন প্ল্যান আনলিমিটেড ডাটা প্ল্যান জার দাম 590 টাকা। আর এই প্ল্যানটি এখন অল্প কিছু সার্কেলেই পাওয়া যাচ্ছে।
টেলিকম টকের নতুন রিপোর্ট অনুসারে আহমেদাবাদের জন্য কোম্পানি সব থেকে ভাল প্ল্যান এনেছে। ইউজার্সরা ডাটা প্ল্যান 590 টাকার প্রাথমিক দামে পাচ্ছেন। আর এর সঙ্গে এর স্পিড 16mpbs। আর ইউজার্সরা এই প্ল্যান ফ্রি রাউটার আর ডাটা রোলওভার পরিষেবা পাচ্ছে। আর এর সঙ্গে ইউজার্সরা 700 টাকা আর 800 টাকার প্ল্যানও পাচ্ছে আর এর স্পিড যথাক্রমে 25Mpbs আর 50Mbps।
কোম্পানি 1,100 টাকার আর 1,300 টাকার প্ল্যান দিচ্ছে যা যথাক্রমে 75Mbps আর 100Mbps স্পিডে পাচ্ছে। আর টেলিকম টক অনুসারে 1,300 টাকার প্ল্যান শুধু আহমেদ্দাবাদের জন্য দেওয়া হচ্ছে।
কোম্পানি এই ব্রডব্যান্ড পরিষেবা দেশের 21টি শহরে দিয়েছে আর এই পরিষেবা এখন 14টি শহরে পাওয়া যাচ্ছে। আর মুম্বাই আর আহমেদাবাদের জন্য আলাদা প্ল্যান আছে।
টাটা স্কাইয়ের মুম্বাই প্ল্যান
টাটা স্কাই ব্রডব্যান্ড পরিষেবা 999 টাকাতে গ্রাহকদের 10Mbps স্পিডের আনলিমিটেড ডাউনলোড অপশান দিচ্ছে। আর সেখানে 1,250 টাকার প্ল্যান আছে যা 25Mps স্পিডের সঙ্গে আনলিমিটেড ডাউনলোড অপশান দিচ্ছে। 1,500 টাকা আর 1,800 টাকার প্ল্যান আছে যা আনলিমিটেড ডাউনলোড স্পিড যথাক্রমে 50Mbps আর 75Mbps। আর গ্রাহকরা এর জন্য 2,400 টাকার প্ল্যান পাচ্চছে যা 100Mbps স্পিডের সঙ্গে আনলিমিটেড ডাউনলোডিং স্পিড দিচ্ছে।
টাটা স্কাই ব্রডব্যান্ড হায়াদ্রাবাদের প্ল্যান
এই প্ল্যানে গ্রাকরা কম করে তিন মাসের জন্য এক সঙ্গে পেমেন্ট করতে হবে। আর এর সঙ্গে 50Mpbs স্পিড পাবেন আর এর দাম 2,847 টাকা। 50Mbps স্পিড প্ল্যানের দাম 3,447 টাকা আর 4,197 টাকার প্ল্যানের স্পিড 100Mbps ।