125 MBPS প্ল্যান 549 টাকার প্রাথমিক দামে আনছে HATHWY ব্রডব্যান্ড
এই প্ল্যানের প্রাথমি দাম 549 টাকা
এই প্ল্যানে তিনটি প্যাক আছে
আর এগুলি 125Mbps স্পিড অফার করে
রিলায়েন্স জিও ফাইবার 2 হোম সার্ভিস আশার আগেই অন্যনায় টেলিকম অপারেটাররা তাদের প্রতিযোগিতা দেওয়া শুরু করেছে। আর এই ক্ষেত্রে এবার Hathway তাদের আরও একটি প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির একটি বড় অংশ রিলায়েন্স জিওর অংশ তবু তারা বড় শহরে ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে। এর মধ্যে বেশ কিছু প্ল্যান FUP যুক্ত।
কোম্পানি এই ব্রডব্যান্ড প্ল্যান অফার করছে যা কোন FUP অফার ছাড়া আসবে। আর এর মধ্যে 349 টাকার প্ল্যান আছে যার স্পিড 50Mpbs। আর এছাড়া 399 টাকার আর 499 টাকা দামের গোল্ড আর ব্লাস্ট অপশানে মান্থলি রেন্টাল আছে। আর এছাড়া সুপ্লেয়ার প্ল্যানও আছে যা 25 Mbps স্পিড অফার করে আর প্রতিমাসে 349 টাকা আর 399 টাকা দিতে হয়। আর এছাড়া লাইটিং প্ল্যানে ইউজার্সরা আলাদা আলাদা ভাউচারে 349,399 আর 499 টাকার প্ল্যানে প্রতিমাসে 75Mbps স্পিড পাবেন। আর এর সঙ্গে র্যাপিড প্ল্যানে 349, 399 আর 499 টাকার প্ল্যানে 80Mbps স্পিড অফার করা হয়।
আর হেথাওয়ে পোর্টফোলিওতে ফ্রিডম আর থান্ডার প্ল্যান আছে যা যথাক্রমে 100Mbps আর 125 Mbps স্পিড অফার করে। 100 Mbps স্পিডের প্ল্যানে তিনটি টায়ার্সে 499,549 আর 599 টাকা দামের আছে। আর এর সঙ্গে আমরা যদি থান্ডার প্ল্যানের বিষয়ে বলি তবে এটি 125Mbps স্পুড দেয় আর এর দাম 549,599 আর 649 টাকার। হেথাওয়ে এর সঙ্গে মান্থলি আর ইয়ারলি সাবস্ক্রিপশান প্ল্যানও অফার করছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।