রিলায়েন্স জিওর সঙ্গে ভোডাফোন আর BSNL য়ের বাৎসরিক প্রিপেড প্ল্যানের তুলনা
এই সময়ে ভারতের সব টেলিকম অপারেটাররা তাদের বাৎসরিক প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে, রিলায়েন্স জিও, ভোডাফোন আর BSNL য়ের প্ল্যান 360 বা 365 টাকার বৈধতা যুক্ত
দেশের সব টেলিকম কোম্পানি গুলির প্রিপেড মোবাইল নম্বর আছে আর যা মান্থলি প্ল্যানের সঙ্গে এসেছে। এবার কোম্পানি গুলি এবার ইউজার্সদের দরকার দেখে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা 35 টাকা থেকে শুরু করে 28 দিনের বৈধতা যুক্ত আর এর সঙ্গে 365 দিনের বৈধতা যুক্ত 2,099 টাকার প্ল্যানও আছে। আর এই প্ল্যানে আনলিমিটেড কল, ডেলি ডাটা আর SMS আছে। আর আসুন আজকে আমরা দেখে নি যে জিও, ভোডাফোন আইডিয়া আর BSNL য়ের এই সব প্ল্যানের বিষয়ে।
রিলায়েন্স জিওর বাৎসরিক প্ল্যান
Jio 365 দিনের প্ল্যানটি 1,699 টাকায় দিচ্ছে। আর এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কলিং আর প্রতিদিনের 100 টি SMS য়ের প্ল্যান আছে। আর ডাটা বেনিফিট হিসাবে এই প্ল্যানে ইউজার্সরা 1.5GB ডাটা পাবে আর এই ডাটার ডেলি লিমিট শেষ হলে ইউজার্সরা 64Kpbs স্পিডে নেট করতে পারবে।
কোম্পানি 360 দিনের বৈধতা যুক্ত 4,999 টাকার আর 9,999 টাকার প্ল্যান নিয়ে এসেছে যা যথাক্রমে 350GB আর 750 GB ডাটার সঙ্গে এসেছে। আর এই প্ল্যানে কোন ডেলি লিমিট নেই আর ইউজার্সরা আনলিমিটেড কল আর SMS পাবেন।
ভোডাফোন আইডিয়ার বাৎসরিক প্ল্যান
ভোডাফোন আর আইডিয়া সেলুলার দুটি কোম্পানির কাছেই 1,499 টাকার প্রিপেড প্ল্যান আছে, যা আনলিমিটেড কল, প্রতিদিন 100টি SMS আর প্রতিদিন 1GB 2G?3G/4G ডাটার সঙ্গে এসেছে। আর এই প্রতিদিনের ডাটা লিমিট শেষ হলে ভোডাফোন ইউজার্সদের 50 পয়সা প্রতি MB হিসাবে হাই স্পিড ইন্টারনেটের মূল্য দিতে হবে।
আইডিয়া সেলুলার তাদের বর্তমান ইউজার্সদের ডাটা লিমিট শেষ হলে চার পয়সা প্রতি 10Kb আর নতুন ইউজার্সদের 0.5 পয়সা প্রতি 10KB চার্জ করছে।
BSNL য়ের বাৎসরিক প্রিপেড প্ল্যান
BSNL য়ের তিনটি বাৎসরিক প্রিপেড প্ল্যান আছে। 1,312 টাকা দামের আনলিমিটেড লোকাল আর STD কলের বেনিফিট মুম্বাই আর দিল্লির ইউজার্সদের জন্য নয়। এই প্ল্যানে 1,000 টি SMS, 5GB 2G/3G ডাটা পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা সার্কেলে পাওয়া যাচ্ছে।
অন্য প্ল্যান গুলির মধ্যে 1,699 টাকা আর 2,099 টাকার আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কল , প্রতিদিন 100 টি SMS য়ের সুবিধা আছে। 1,699 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB 2G/3G ডাটা পাওয়া যাচ্ছে আর সেখানে 2,099 টাকার প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 4GB ডাটা পাচ্ছেন।