রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানের কারনে খ্যাত আর ইউজার্সরা এই প্ল্যানে ডাটার সঙ্গে আরও অনেক কিছু চাইছে আর এটি লম্বা বৈধতা যুক্ত
রিয়লায়েন্স জিও তাদের আনলিমিটেড পিরিয়াড প্ল্যানে ট্যারিফ প্ল্যানই নয় কিছু দীর্ঘমেয়াদী প্ল্যান ও লঞ্চ করে। আর এবার তারা এই ধরনের 4 টি প্ল্যান লঞ্চ করেছে।
আপনাদের বলে রাখি যে এই প্ল্যানে তারা প্রায় 750GB ডাটা অফার করছে। আর এই রিচার্জ প্ল্যান গুলিতে আপনারা 999, 1,999, 4,999 আর 9,999 টাকার প্ল্যান পাবেন। আর আমরা যদি 9,999 টাকার প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে আপনারা সব থেকে সেরা প্ল্যান পাবেন। আর এটি দীর্ঘ বৈধতার সঙ্গে সব থেকে সেরা প্ল্যান বলা যায়।
রিলায়েন্স জিওর 9,999 টাকার প্ল্যান
আমরা যদি এই প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানটি আপনারা 360 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যাবে। আর এতে আপনারা 750GB ডাটা আনলিমিটেড কলিং আর 100টি SMS য়ের স্নবগে 360 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।
রিলায়েন্স জিওর 999 টাকার প্ল্যান
রিয়ায়েলস জিওর এই 90 দিনের বৈধতার প্ল্যানটি 60GB 4G ডাটা অফার করছে। আর এবার এই প্ল্যানের স্পিড 64Kpbs। আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড কল ছাড়া 100টি SMS ও পাবেন।
রিলায়েন্স জিওর 1,999 টাকা
আমরা যদি জিওর 1,999 টাকা দামের প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে 180 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে। আর আপনারা এই প্ল্যানে 125GB ডাটা পাচ্ছেন আর এর সবঙ্গে এতে 180 দিনের জন্য প্রতিদিন 100 টি SMS পাওয়া যাচ্ছে।
রিলায়েন্স জিওর 4,999 টাকার প্ল্যান
এই প্ল্যানটিতে 350GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানটু 360 দিনের বৈধতা যুক্ত। আর এই প্ল্যানটিতে প্রতিদিন 100 টি SMS পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে এতে আনলিমিটেড কল অফার করা হচ্ছে।