100 টাকার মধ্যে প্ল্যানে এবার BSNL এই পরিবর্তন করেছে

100 টাকার মধ্যে প্ল্যানে এবার BSNL এই পরিবর্তন করেছে
HIGHLIGHTS

BSN: তাদের 7টি প্রিপেড ডাটা STV প্ল্যানে পরিবর্তন করেছে আর এই সব প্ল্যান 100 টাকার মধ্যে আসে আসুন এই সব প্ল্যান গুলির বিষয়ে জানুন

কোন রকমের আগাম খবর ছাড়াই BSNL তাদের কিছু প্রিপেড প্ল্যানে পরিবর্তন করেছে আপনাদের বলে রাখি যে এই প্ল্যান গুলি সবই 100টাকার মধ্যে আর আপনারা এবার এই প্ল্যান গুলিতে নতুন সুবিধা পাবেন। আপনাদের বলে রাখি যে BSNL তাদের প্রায় 7টি প্ল্যানে পরিবর্তন করেছে। আর আমরা যদি 57 টাকার প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে আপনারা 1GB ডাটা 21দিনে পাবেন। আর এছাড়া আমরা 14,40,58, 87, 82 আর 85 টাকার প্ল্যানের কথা বলি তবে এই প্ল্যানেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

এই প্ল্যান গুলির বিষয়ে জানুন

STV 14: এই প্ল্যানে আপনারা মাত্র 14 টাকায় 1GB ডাটা এক দিনের জন্য পাচ্ছেন। আর এর সঙ্গে এই প্ল্যানে 500MB ডাটা আগে পাওয়া যেত আর তার বৈধতা ছিল এক দিন।

STV 40: BSNL য়ের এই প্ল্যানে আপনারা 1GB ডাটা পেতেন। আর এই প্ল্যানে কোন পরিবর্তন করা হয়নি আর এই প্ল্যানের বৈধতা 5 দিনের করা হয়েছে।

STV 57: আর এই প্ল্যানের বিষয়ে আমরা যদি বলি তবে এই প্ল্যানে আপনারা 21দিনের জন্য 1GB ডাটা পাবেন।

STV 68, STV 78 আর STV 82: আমরা এই প্ল্যান গুলি যদি দেখি তবে আপনাদের বলে রাখি যে এই প্ল্যানে আপনারা 5 দিনের জন্য 2GB ডাটা পাচ্ছেন। আর এছাড়া এই প্ল্যানে আপনারা 78 টাকার প্ল্যানে 4GB ডাটা পাবেন যা 3 দিনের জন্য বৈধ। আর এছার 82 টাকার প্ল্যানে 4GB ডাটা PRBT পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানটি পুরো 4দিনের জন্য বৈধ।

STV 85: এই তালিকার শেষ প্ল্যান এটি। এই প্ল্যানে আপনারা 5GB ডাটা পাচ্ছেন আর এই প্ল্যানেটি 7 দিনের জন্য বৈধ। আর এর মধ্যে সব থেকে ভাল প্ল্যান অবশ্য 21 দিনের বৈধতার সঙ্গে 57 টাকার প্ল্যানটি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo