digit zero1 awards

এই দারুন অফারটির কথা জানেন কী!

এই দারুন অফারটির কথা জানেন কী!
HIGHLIGHTS

দারুন প্ল্যান গুলির মধ্যে ডাটার সঙ্গে থাকছে আরও সব অফার

রিলায়েন্স জিও তাদের ইউজার্সদের জন্য একের পর এক অসাধারন অফার নিয়ে আসে, এর এই জন্য তারা যথেষ্ট জনপ্রিয় আর এর জন্য এবার তারা বেশ কিছু প্ল্যান এনেছে আর এবার এই আর্টিকেলে আমরা আপনাদের সেই বিষয়েই বলব। 

আপনাদের বলে রাখি যে এই প্ল্যানে তারা প্রায় 750GB ডাটা অফার করছে। আর এই রিচার্জ প্ল্যান গুলিতে আপনারা 999, 1,999, 4,999 আর 9,999 টাকার প্ল্যান পাবেন। আর আমরা যদি 9,999 টাকার প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে আপনারা সব থেকে সেরা প্ল্যান পাবেন। আর এটি দীর্ঘ বৈধতার সঙ্গে সব থেকে সেরা প্ল্যান বলা যায়।

রিলায়েন্স জিওর 999 টাকার প্ল্যান

রিয়ায়েলস জিওর এই 90 দিনের বৈধতার প্ল্যানটি 60GB 4G ডাটা অফার করছে। আর এবার এই প্ল্যানের স্পিড 64Kpbs। আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড কল ছাড়া 100টি SMS ও পাবেন।

রিলায়েন্স জিওর 1,999 টাকা

আমরা যদি জিওর 1,999 টাকা দামের প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে 180 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে। আর আপনারা এই প্ল্যানে 125GB ডাটা পাচ্ছেন আর এর সবঙ্গে এতে 180 দিনের জন্য প্রতিদিন 100 টি SMS পাওয়া যাচ্ছে।

রিলায়েন্স জিওর 4,999 টাকার প্ল্যান

এই প্ল্যানটিতে 350GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানটু 360 দিনের বৈধতা যুক্ত। আর এই প্ল্যানটিতে প্রতিদিন 100 টি SMS পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে এতে আনলিমিটেড কল অফার করা হচ্ছে।

রিলায়েন্স জিওর 9,999 টাকার প্ল্যান

আমরা যদি এই প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানটি আপনারা 360 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যাবে। আর এতে আপনারা 750GB ডাটা আনলিমিটেড কলিং আর 100টি SMS য়ের স্নবগে 360 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo