500 টাকা দামের মধ্যে কিছু সেরা প্রিপেড প্ল্যান

Updated on 14-Dec-2018
HIGHLIGHTS

আজকে আমরা আপনাদের জিও, ভোডাফোন, এয়ারটেল আর আইডিয়ার এই সময়ে পাওয়া কিছু সেরা প্ল্যানের বিষয়ে বলব আর শুধু তাই না আজকে আমরা আপনাদের যে প্ল্যান গুলির বিষয়ে বলব সেগুলি সব 500 টাকার মধ্যে, আর আপনাদের বলে রাখি যে এই প্ল্যান গুলি কেমন আর আপনাদের জন্য কেমন কাজে আসবে

এই সময়ে প্রায় সব টেলিকম কোম্পানি গুলিই একে অপরের সঙ্গে ডাটা আর ইন্টারনেট যুদ্ধে মেতে আছে। কোথাও কোন কোম্পানি নতুন কোন রকমের প্ল্যান লঞ্চ করলে সঙ্গে সঙ্গে অন্য কোম্পানিও সেই প্ল্যানকে টক্কর দেওয়ার জন্য অন্য কোন প্ল্যনা লঞ্চ করছে। আর এই সবের মধ্যে অনেক সময়ে আমরা কনফিউজ হয়ে যাই যে কী করে বুঝব যে কোন প্ল্যান আমাদের জন্য ভাল। বা আমাদের বাজেটের সেরা প্ল্যান আসলে কোন গুলি। আমরা মাঝে মাঝেই আপনাদের কাছে কিছু সেরা বিষয়ের তালিকা নিয়ে আসি। আর আজকে আমরা তেমনি আপনাদের জন্য এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া জিও ইত্যাই টেলিকম কোম্পানি গুলির কিছু সেরা 500 টাকার মধ্যের প্ল্যান নিয়ে এসেছি। আসুন তবে এই বাজেটের মধ্যে সেরা প্ল্যান গুলি একবার দেখে নেওয়া যাক।

149-199 টাকা দামের মধ্যে প্রিপেড রিচার্জ প্ল্যান

মাঝে একটা সময়ে দেশের প্রায় সব টেলিকম কোম্পানি গুলির কাছে 149 টাকার একটি রিচার্জ প্ল্যান ছিল, আর এখন শুধু রিলায়েন্স জিও ব্যাতিত বাকি টেলিকম কোম্পানি গুলি এই প্ল্যানটির মূল্য বাড়িয়ে 199 টাকা করে দিয়েছে। আর আমরা যদি জিওর 149 টাকা দামের প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে আপনারা 42GB 4G ডাটা পাবেন আর এর মানে এই যে এই প্ল্যানে আপনারা প্রতিদিন 1.5GB ডাটা পাবেন। আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। আর এছাড়া আমরা যদি 199 টাকা দামের ভোডাফোন আইডিয়া আর এয়ারটেলের প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1.4GB ডাটা পায় আর এটিও 28 দিনের জন্য বৈধ।

আর আমরা যদি জিওর 199 টাকা দামের প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে আপনারা রিলায়েন্স জিওর তরফ থেকে প্রতিদিন 2GB ডাটা পাবেন আর এর সঙ্গে অন্য কিছু সুবিধার কথাও যদি বলা হয় তবে এতে আপনারা তাও পাবেন। আর আপনাদের বলে রাখি যে 149 টাকার আর 199 টাকার রিলায়েন্স জিওর প্রিপেড প্ল্যানে আপনারা জিওর অনেক অ্যাপের সুবিধা পাবেন।

200-299 টাকা দামের প্রিপেড প্ল্যান

আর আমরা যদি কিছু মিড রেঞ্জের প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলি তবে সব কোম্পানি গুলির কাছেই এই ধরনের প্ল্যান আছে যা এই দামের মধ্যে আসে। আর এই ক্ষেত্রে জিওর প্ল্যান সব থেকে বেশি ভাল। আমরা যদি রিলায়েন্স জিও 299 টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই প্ল্যানে আপনারা জিওর তরফে 84Gb ডাটা পাবেন আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ, আর এই প্ল্যানে আপনারা প্রতিদিন 3GB ডাটা পাচ্ছেন। আর এছাড়া কোম্পানির কাছে অন্য প্ল্যান যেমন ক্রিকেট প্ল্যান আছে আর যা আপনারা 51 দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন 2GB ডাটার সঙ্গে পাবেন।

ভোডাফোনের কাছে এই দামের মধ্যে দুটি রিচার্জ প্ল্যান আছে, কোম্পানির কাছে 109 টাকা আর 255 টাকা দামের প্ল্যান আছে। আর এই প্ল্যানে যথাক্রমে 1.5GB, 2GB ডাটা পাওয়া যাচ্ছে, আর এর সঙ্গে এই দুটি প্ল্যান 28 দিনের জন্য বৈধ। আর আমরা যদি এয়ারটেলের প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এই খেরে কোম্পানির কাছে একটি 249 টাকা দামের প্ল্যান আছে যা প্রতিদিন 2GB ডাটা অফার করে আর এটি 28 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যায়। আর এছাড়া আমরা যদি এয়ারটেলের 249 টাকা দামের প্ল্যানের বিষয়ে কথা বলি তবে আপনারা এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা 28 দিনের জন্য পাওয়া যাচ্ছে।

আর এছাড়া আমরা যদি আইডিয়ার কথা বলি তবে কোম্পানির কাছে 227 আর 295 টাকা দামের প্রিপেড প্ল্যান আছে আর এই প্ল্যানে আপনারা 28 দিনের বৈধতার সঙ্গে 42GB ডাটা পাচ্ছেন।

300-500 টাকার মধ্যের প্রিপেড প্ল্যান

এখানেও আপনারা রিলায়েন্স জিওর প্ল্যানই সব থেকে বেশি ভাল পাবেন। আপনাদের বলে রাখি যে জিওর 349 টাকার প্ল্যানে আপনারা 10GB ডাটা পাচ্ছেন আর এই ডাটা প্রতিদিন 1.5GB হিসাবে 70 দিনের জন্য পাওয়া যাচ্ছে। আর এছাড়া আমরা যদি 399 টাকা দামের প্ল্যানটি দেখি তবে তাতে 1.5GB ডাটা অফার করা হয়ে। আর এই প্ল্যানে আপনারা 84 দিনের বৈধতা পাবেন। আর এছাড়া কোম্পানির কাছে 448,498 টাকার প্ল্যানে যথাক্রমে84 দিন আর 91 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যাচ্ছে।

আর আমরা যদি এর সঙ্গে ভোডাফোনের প্ল্যান গুলি দেখি তবে আপনারা এখানে 349,399 আর 479 টাকা দামের প্ল্যান আছে জার বৈধতা যথাক্রমে 28দিন, 70 দিন আর 84 দিনের।

আর এয়ারটেলের ক্ষেত্রে আপনারা এই সেগমেন্টে তিনটি প্ল্যান পাবেন। এগুলি হল 399,448 আর 499 টাকা দামের প্ল্যান আর এই প্ল্যান গুলি যথাক্রমে 70,82 আর 82 দিনের বৈধতা যুক্ত।

আর আমরা যদি আইডিয়ার ক্ষেত্রে দেখি তবে দেখা যাবে যে আপনারা এই সেগমেন্টে দুটি প্ল্যানে পাবেন। এই 309 আর 345 টাকা দামের প্ল্যান ছাড়া আপনারা একটি 392 টাকার প্ল্যানও পাবেন আর এছাড়া কোম্পানির কাছে 398 টাকা আর 449 টাকার প্ল্যানও আছে।

Connect On :