JIOPHONE গ্রাহকদের জন্য 49 টাকার রিচার্জ বন্ধ হল দিতে হবে বেশি টাকা

Updated on 18-Dec-2019
HIGHLIGHTS

49 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করার পরে তিনটি নতুন অল ইন ওয়ান প্ল্যান এসেছে

আর এবার আপনারা 75 টাকার প্ল্যানে রিচার্জ করতে হবে

আসুন দেখা যাক যে এই প্ল্যানে কি ভাবে পরিবর্তন করা হবে

এই সময়ে টেলিকম জগতে বড় কোম্পানি বলতে জিও, ভোডাফোন আইডিয়া আর এয়ারটেলের নাম আছে। আর এর মধ্যে সবাই নিজেদের ট্যারিফ প্ল্যান চেঞ্জ করেছে। আর রিলায়েন্স জিও এর মধ্যে তাদের জিও ফোন গ্রাহকদের জন্য 49 টাকার প্ল্যান বন্ধ করেছে।

49 টাকার জিও ফোন রিচার্জে 1GB 4G ডাটা, 50 টি SMS আর আনলিমিটেড জিও টু জিও ভয়েস কল আছে আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের। আর এবার জিও ফোন গ্রাহকরা 75 টাকার রিচার্জ প্ল্যান অ্যাক্টিভেট করতে হবে যা এই বছরের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। আর এই প্ল্যানে 28 দিনের জন্য 3GB ডাটা আছে। আর প্রতিদিনে গ্রাহকরা 0.1Gb বা 100MB ডাটা ব্যাবহার করতে হবে।

ডাটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড 64Kbps হবে। আর রিচার্জ প্ল্যানে অন্য নেটওয়ার্কে কল করার জন্য 500 মিনিট পাওয়া যাবে। আর গ্রাহকরা জিও নাম্বারে আনলিমিটেড কলের সুবিধা পাবেন। আর সঙ্গে 50টি SMS য়ের সুবিধা পাওয়া যাবে।

জিও অল ইন ওয়ান প্ল্যানে কোম্পানি তিনটি নতুন প্ল্যান এনেছে যা 125 টাকা, 155 টাকা আর 185 টাকাতে আসবে। আর এর সঙ্গে তিনটি প্ল্যানে 500 FUP কল মিনিট আছে। আর সঙ্গে আছে 28 দিনের বৈধতা। আর এর সঙ্গে 125 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 0.5GB হাই স্পিড ডাটা আর 300 SMS আছে। আর সেখানে 155 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা আর 100 টি SMS য়ের সুবিধা আছে। আর সেখানে 185 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডাটা আর 100 টি SMS য়ের সুবিধা পাবেন।

Connect On :