BSNL এবার তাদের 29 টাকার প্ল্যানেও পরিবর্তন করল, এবার আনলিমিটেড কলিংয়ের সঙ্গে কিছু বাদ গেল!
প্রায় মাস খানেক ধরে BSNL তাদের কিছু এন্ট্রি লেভেল প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, আর এবার কোম্পানি তাদের 29 টাকার রিচার্জ প্ল্যানে কিছু পরিবর্তন করেছে আর আপনারা এই প্ল্যানে এবার কম দামে অনেক কিছু পাচ্ছেন
আগস্ট মাসে BSNL বেশ কিছু এন্ট্রি লেভেল স্মার্টফোন নিয়ে এসেছে আর এর মধ্যে একটি প্ল্যান 29 টাকাতেও ছিল। আর এই প্ল্যানটিতে আপনারা 2GB ডাটার সঙ্গে 100টি SMS পাচ্ছিলেন। আর সঙ্গে ছিল আনলিমিটেড ভয়েস কল। তবে এবার এই প্ল্যানে BSNL এমন কিছু পরিবর্তন করেছে যাতে এবার এই প্ল্যানে কিছু কম সুবিধা পাওয়া যাবে।
আপনাদের বলে রাখি যে টেলিকম টকের একটি রিপোর্ট অনুসারে BSNL তাদের 29 টাকার রিচার্জ প্ল্যানের দামে পরিবর্তন করেছে আর এবার এটি সম্পূর্ণ বৈধতার সঙ্গে 1GB ডাটা অফার করবে। আর এই প্ল্যানে অন্য কিছু সুবিধার কথা যদি আমরা বলি তবে এতে আপনারা 7 দিনের জন্য 100 টি SMS পাবেন।
সম্প্রতি BSNL সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কিছু পোস্টপেড রিচার্জ প্ল্যানের সঙ্গে এবার অ্যামাজন প্রাইমের অফার পাওয়া যাবে।
BSNL য়ের একটি বড় পদক্ষেপ
আমরা যদি টেলিকমটকের একটি রিপোর্টের বিষয়ে দেখি তবে BSNL 399 টাকার বা তার ওপরের পোস্টপেড প্ল্যান রিচার্জ করার সঙ্গে অ্যামাজন প্রাইমের পরিষেবা পাওয়া যাবে। আর এর সঙ্গে আপনারা BSNL য়ের ব্রডব্যান্ড গ্রাহক হলে আপনারা এই পরিষেবা 745 টাকা বা তার বেশি টাকার প্ল্যানে পাবেন। আর আমরা যদি অ্যামাজন প্রাইমের পরিষেবার বিষয়ে কথা বলি তবে এতে প্রায় 999 টাকায় এক বছরের জন্য নিতে হয়।
এই পরিষেবার সুযোগ কী করে নেবেন
প্রথমে আপনাদের পোস্টপেড প্ল্যান যার দাম 399 টাকা বা তার বেশিবা 745 টাকা বা তার বেশি টাকার ব্রডব্যান্ড প্ল্যানের রিচার্জ করতে হবে। আর এবার আপনাদের এটি আপগ্রেড করতে হবে। আর আপনারা www.portal.bsnl.in য়ে ক্লিক করে স্পেশাল BSNL আর অ্যামাজন অফার ব্যানারে ক্লিক করুন। আর এবার এখানে BSNL নাম্বার দিতে হবে আর সেই নাম্বারে একটি OTP আসবে আর সেই OTP আপনাদের দিতে হবে। আর এবার এই প্রক্রিয়াটি শুরু হবে। আর এবার আপনারা অ্যামাজন প্রাইম পরিষেবা নিতে পারবেন।