জিও-র নেটওয়ার্ক সমস্যা দূর করতে ৩০ হাজার কোটি টাকা ইনভেস্ট করছে রিলায়েন্স

জিও-র নেটওয়ার্ক সমস্যা দূর করতে ৩০ হাজার কোটি টাকা ইনভেস্ট করছে রিলায়েন্স
HIGHLIGHTS

নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে ও সিগন্যালের ক্ষমতা বাড়ানোর জন্য এবার ৩০ হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছে রিল্যায়েন্স জিও ইনফোকম৷

ফের জিও-র ধামাকা ৷ লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে৷ গত কয়েক মাসে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া বদলে গিয়েছে৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের পরিষেবায় আপ্লুত গ্রাহকরা৷ ফ্রিতে ভয়েস কল ও ৪জি ডেটার অফার নিয়ে আসার পর থেকেই মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল জিও নিয়ে৷ তবে সমস্যা একটাই৷ প্রথম থেকেই নেটওয়ার্কের সমস্যার কথা বহুবার জানিয়েছেন গ্রাহকরা ৷ বহু সময় ফোন করার সময় নেটওয়ার্ক সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকরা৷ এবার গ্রাহকদের অভিযোগ দূর করে তাদের আরও ভালো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিল্যায়েন্স জিও৷ এর জন্য ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন তারা৷

আরও দেখুন : লেনোভো আইডিয়াপ্যাড 710s-এ FHD ম্যাট আইপিএস ডিসপ্লের সঙ্গে উপস্থিত

নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে ও সিগন্যালের ক্ষমতা বাড়ানোর জন্য এবার ৩০ হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছে রিল্যায়েন্স জিও ইনফোকম৷ এর জন্য তারা ৬০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন৷

ইতিমধ্যেই লঞ্চ করার সময় ১.৭১ কোটি টাকা ইনভেস্ট করেছিল রিল্যায়েন্স৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭০ মিলিয়ন৷ কিন্তু মাঝেমধ্যেই দুর্বল ও কল ড্রপের সমস্যা ভুগতে হচ্ছে গ্রাহকদের৷ তাই এই নতুন পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে৷

আরও দেখুন : স্যামসং গ্যালাক্সি J সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করল ভারতে

আরও দেখুন : সাওমি রেডমি নোট 4 স্মার্টফোন 19 জানুয়ারি থেকে পাবেন ফ্লিপ্কার্টে

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo