digit zero1 awards

Reliance Jio vs Vodafone idea: 251 টাকার প্ল্যানে 50GB ডেটা, রয়েছে আরও কী কী সুবিধা জেনে নিন

Reliance Jio vs Vodafone idea: 251 টাকার প্ল্যানে 50GB ডেটা, রয়েছে আরও কী কী সুবিধা জেনে নিন
HIGHLIGHTS

রিলায়েন্স জিও-র এই ডেটা প্যাকের সাথে গ্রাহকরা আনলিমিটেড 50 জিবি ডেটা পাবেন এবং 30 দিনের মেয়াদও এই প্ল্যানের সাথে পাওয়া যাবে

Reliance Jio এবং Vodafone Idea (Vi)-র কাছে এমন কয়েকটি দুর্দান্ত Data Pack রয়েছে যা কম দামে বেশি ডেটা তাদের ইউজারদের অফার করে

Vodafone Idea-র এই ডেটা প্যাক ওয়ার্ক থেকে হোম অফারের আওতায় আসে এবং এই প্যাকে গ্রাহকরা 50 জিবি ডেটা সুবিধা পাবেন

Reliance Jio Data Packs vs Vi Data Packs: আপনার মোবাইলে বর্তমান ডেটা প্ল্যানের সাথে পাওয়া ইন্টারনেট দিন শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায় এবং আপনি যদি এমন কোনও প্যাকের খোজ করছেন যা আপনাকে কম দামে আরও বেশি ডেটা দেয় তবে আমরা আপনাদের বলবো এমন একটি প্ল্যান সম্পর্কে…

আমরা মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio এবং Vodafone Idea (Vi)-র কাছে এমন কয়েকটি দুর্দান্ত Data Pack রয়েছে যা কম দামে বেশি ডেটা তাদের ইউজারদের অফার করে। আসুন জেনে নেওয়া যাক এই ডেটা প্যাক সম্পর্কে সমস্ত কিছু…

Reliance Jio 251 Plan

রিলায়েন্স জিও-র এই ডেটা প্যাকের সাথে গ্রাহকরা আনলিমিটেড 50 জিবি ডেটা পাবেন এবং 30 দিনের মেয়াদও এই প্ল্যানের সাথে পাওয়া যাবে। তবে বলে দি যে এটা একটি ডেটা প্যাক, যার মধ্যে কলিং বা অন্য কোনও সুবিধা পাওয়া যাবে না।

Vi 251 Plan

Vodafone Idea-র এই ডেটা প্যাক ওয়ার্ক থেকে হোম অফারের আওতায় আসে এবং এই প্যাকে গ্রাহকরা 50 জিবি ডেটা সুবিধা পাবেন। তবে Jio-র তুলনায় কম ভ্যালিডিটি পাওয়া যাবে এই প্যাকে। এর পাশাপাশি এই ডেটা প্যাকেও আপনি কলিং বা SMS সুবিধা পাবেন না।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo