Reliance Jio টেলিকম বাজারে আশার পড়ে প্রিপেড প্ল্যানে এখন পরিবর্তনের সময়ে এসেছে আর এর পড়ে ভাল কল, আর ডাটা প্যাকের সুবিধা এসেছে। আর রিলায়েন্স জিও তাদের প্রথম 1GB ডাটার জন্য ইউজার্সরা 250 টাকা রিচার্জ করানো হয়েছে আর এটি 28 দিনের প্ল্যান আর এটি প্রতিদিন 1GB ডাটা দেয় আর এর বেশি ডাটার কিছু প্ল্যানও আছে। আর এর সঙ্গে আনলিমিটেড কল আর SMS সুবিধাও আছে। আর আজকে আমরা Vodafone, Relance Jio আর Airtle য়ের সেরা প্রিপেড মোবাইল প্ল্যানের বিষয়ে বলি তবে এটি 250 টাকার প্ল্যানে আসে।
Reluance Jio একটি সস্তার প্ল্যান 98 টাকায় আছে আর এটি আনলিমিটেড লোকাল, ন্যাশানাল কল আর 300 টি ফ্রি SMS আর 2GB ডাটা আছে আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের। আর এছাড়া 149, টাকা আর 198 টাকার প্ল্যান 28 দিনের বৈধতার সঙ্গে ইউজার্স আনলিমিটেড কল আর প্রতিদিন 100 টি SMS আছে।
তবে 149 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটার সঙ্গে 198 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা আছে। আর ডেলি লিমিট সম্পূর্ণ 64Kbps য়ে ইন্টারনেট আসবে।
Vodafone এই ক্ষেত্রে চারটি প্রিপেড প্ল্যান আছে যা আনলিমিটেড কল, প্রতিদিন 100 টি SMS , আনলিমিটেড রোমিং আছে আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের। 149 টাকার প্ল্যানে ইউজার্সরা 2GB ডাটা পাচ্ছে আর সেখানে 169 টাকার প্ল্যানে প্রতিদিন ইউজার্সরা 1GB ডাটার সুবিধা পাবেন। আর এছাড়া 199 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা আর 209 টাকার রিচার্জ প্ল্যানে ইউজার্সরা 1.6GB ডাটা পাওয়া যাবে। আর ডেলি লিমিট শেষ হলে ইউজার্সরা প্রতি MP 50p চার্জ দিতে হবে।
250 টাকা প্ল্যানে এয়ারটেলের এই প্ল্যানে ইউজার্সরা যে আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কল, আনলিমিটেড রোমিং আর প্রতিদিন 100 টি SMS আছে। আর এই ক্ষেত্রে এয়ারটেল তিনটি প্ল্যানের বিষয়ে বলা হয়েছে যা আলাদা আলাদা ডাতা বেনিফিট আসছে।
সবার আগে 169 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা আছে আর সেখানে 199 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা আছে। আর এছাড়া 249 টাকার প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 2GB ডাটা পাবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।