জিও’কে এখানেই টেক্কা এয়ারটেলের, দিচ্ছে 12Mbps ডাউনলোড স্পিড

জিও’কে এখানেই টেক্কা এয়ারটেলের, দিচ্ছে 12Mbps ডাউনলোড স্পিড
HIGHLIGHTS

ভারতী এয়ারটেল ডাউনলোড স্পিড দিচ্ছে '12Mbps Plus'. ক্রেডিট স্যুইসের রিপোর্টের দাবি অনুযায়ী এখানেই (৪জি স্পিড) জিও'কে টেক্কা দিয়ে বাজার দাপাচ্ছে ভারতী এয়ারটেল।

পুরনো বছরের ওয়েলকাম অফার থেকে নতুন বছরের নিউ ইয়ার অফার, ভারতের মানুষ রিলায়েন্সের জিও গিলেছে গোগ্রাসে। ভারতের টেলিকম বাজারে জিও বিল্পবে একধাক্কায় সবাইকে পিছনে ফেলে দিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স। ভালো পারফর্ম্যান্স থাকা সত্যেও জিও'র বাউন্সারের সামনে দাঁড়াতেই পারেনি ভারতী এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া নেটওয়ার্ক, টাটা টেলিকমের মত তাবড় টেলিকম কোম্পানিরা।

আরও দেখুন : LG সিগনেচার OLED স্মার্ট টিভি 4 x HDMI পোর্টস, 1 USB 3.0 পোর্ট, 2 x USB2.0 পোর্টস এবং 1 x LAN পোর্ট দিয়ে সজ্জিত করা

ডেটা যুদ্ধে জিও'কে টেক্কা দিতে গিয়ে নিজেদের ট্যারিফ এবং ডেটা প্ল্যানে নানান সময়ে নানান পরিবর্তন করার চেষ্টাও করেছে ভারতের তাবড় টেলিকম কোম্পানিগুলো। কিন্তু কিছুতেই জিও'র চাহিদা এবং পরিব্যাপ্তিকে আটকে রাখা যায়নি। ক্রেডিট স্যুইস (গ্লোবাল ফিনানসিয়াল সার্ভিস কোম্পানি) তাদের একটি রিপোর্টে রিলায়ান্সকে একেবারে দরাজ সার্টিফিকেটও দিয়েছে। সেখানে দাবি করা হয় জিও'ই এখন ভারতে সবথেকে ভালো নেটওয়ার্ক কভারেজ দিচ্ছে।

দেশের প্রতিটি শহরের ৮০ শতাংশ জায়গায়ই পৌঁছেছে জিও। যেখানে বাকি নেটওয়ার্ক সংস্থারা ৩০ শতাংশেই আটকে। জিও'র এই সাফল্যকে গৌরবান্বিত করার সঙ্গেই জিও'র একটা খামতিকেও তুলে ধরেছে ক্রেডিট স্যুইস।

তেমন স্পিড দিতে পারছে না জিও! যেখানে ভারতের সবথেকে বড় নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল ডাউনলোড স্পিড দিচ্ছে '12Mbps Plus', সেখান জিও'র ডাউনলোড স্পিড মাত্র 7-8Mbps। ক্রেডিট স্যুইসের রিপোর্টের দাবি অনুযায়ী এখানেই (৪জি স্পিড) জিও'কে টেক্কা দিয়ে বাজার দাপাচ্ছে ভারতী এয়ারটেল।

আরও দেখুন : ব্ল্যাকবেরি মার্কারী মধ্যে ব্যবহার হতে পারে গুগল পিক্সেল এর রিয়ার ইমেজ সেন্সর: রিপোর্ট

আরও দেখুন : এবার হোয়াটসঅ্যাপে শীঘ্রই আপনি পাঠানো মেসেজ এডিট করতে পারবেন

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo