digit zero1 awards

84 দিনের ভ্যালিডিটি সহ জনপ্রিয় 5 জিও প্রিপেইড প্ল্যান , দেখে নিন একনজরে

84 দিনের ভ্যালিডিটি সহ জনপ্রিয় 5 জিও প্রিপেইড প্ল্যান , দেখে নিন একনজরে
HIGHLIGHTS

Reliance Jio ইউজারদের জন্য বিভিন্ন ভ্যালিডিটির প্ল্যান অফার করে

জিও সংস্থার পাঁচটি স্পেশ্যাল প্ল্যান আছে যা গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়

এই প্ল্যানগুলি শুরু হচ্ছে 329 টাকা থেকে

মুকেশ আম্বানির Reliance Jio টেলিকম সংস্থায় থরে থরে সাজানো রয়েছে একের পর এক প্রিপেইড প্ল্যান। জিও যেমন 98 টাকার 14 দিনের ভ্যালিডিটির প্ল্যান অফার করছে ইউজারদের। ঠিক তেমনি আছে একবছরের ভ্যালিডিটিরও বেশ কয়েকটি প্ল্যান। সেইসঙ্গে ডেইলি ডেটা লিমিট পেরিয়ে গেলে অফার করা হচ্ছে 4G ভাউচার এবং ফোন কলের জন্যে টপ- আপ প্ল্যান। যার মানে হল যাদের বেশি ইন্টারনেট দরকার বা যারা কেবল ফোন কলের অ্যাক্সেস পেতে চান-সমস্ত রকম গ্রাহকদের জন্যই রয়েছে একাধিক প্ল্যান।

তবে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো রিলায়েন্স জিও সংস্থার ভ্যালু ফর মানি প্ল্যানগুলির ব্যাপারে। তবে এই প্রিপেইড প্যাকগুলিকে আমরা বলছি না “Value For Money”, এটা বলছে গ্রাহকেরা। Reliance Jio সংস্থার এই পাঁচটি প্ল্যানকে পছন্দ করেছে বেশিরভাগ ইউজার। প্রিপেইড প্যাকগুলির ভ্যালিডিটিও রয়েছে টানা 3 মাসে। তাহলে আসুন দেখে নিন গ্রাহকের মতে রিলায়েন্স জিও সংস্থার “Value For Money” প্রিপেইড প্যাকগুলির লিস্ট-

রিলায়েন্স জিও 329 টাকার প্ল্যান

গ্রাহকদের কাছে জনপ্রিয় প্রিপেইড প্যাকগুলির তালিকায় সবার আগে আসছে রিলায়েন্স জিও 329 টাকার প্ল্যান।

  • এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে মোট 84 দিন।
  • এই জিও প্যাকে ইউজারদের অফার করা হচ্ছে মোট 6GB ডেটা।
  • এই প্ল্যান পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধার সাথে 
  • এই রিলায়েন্স জিও প্ল্যানে ইউজারেরা পুরো ভ্যালিডিটিতে পাবেন মোট 1000 ফ্রি এসএমএস বেনিফিট।
  • সেইসঙ্গে পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

রিলায়েন্স জিও 555 টাকার প্ল্যান-

এই জিও প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 84 দিন।

  • এই জিও প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন প্রতিদিন 1.5GB করে ডেটা।
  • পুরো ভ্যালিডিটিতে মোট ডেটার পরিমাণ 126GB ।
  • এই প্যাকে পাওয়া যাবে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।
  • এই জিও প্ল্যানে মিলবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস এবং ডেইলি ফ্রি 100 এসএমএস বেনিফিট।

রিলায়েন্স জিও 599 টাকার প্ল্যান-

রিলায়েন্স জিও 599 টাকার প্ল্যানকে গ্রাহকেরা ভ্যালু ফর মানি প্ল্যানগুলির মধ্যে অন্যতম বলে মনে করেন।

  • এই জিও প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন 2GB করে ডেটা।
  • এই প্রিপেইড প্যাকের ভ্যালিডিটি রয়েছে 84 দিন।
  • পুরো ভ্যালিডিটিতে মোট ডেটা পাওয়া যাবে 168GB।
  • এই জিও প্ল্যানে পাওয়া যাবে যে কোনো নেটওয়ার্কে ফ্রি কলের সুবিধা।
  • সেইসঙ্গে মিলবে ডেইলি ফ্রি 100 এসএমএস বেনিফিট এবং জিও অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস।

রিলায়েন্স জিও 888 টাকার প্ল্যান-

ইউজারদের কাছে জনপ্রিয় রিলায়েন্স জিও প্রিপেইড প্যাকগুলির মধ্যে কেবল 888 টাকার প্ল্যানেই পাওয়া যাবে ওটিটি বেনিফিট।

  • এই জিও প্ল্যানে ইউজার পাবেন প্রতিদিন 2GB করে ডেটা।
  • এই জিও প্যাকের ভ্যালিডিটি রয়েছে 84 দিন। মানে পুরো ভ্যালিডিটিতে ইন্টারনেট পাওয়া যাবে মোট 173GB।
  • এই জিও প্যাকের সাথে পাওয়া যাবে 5GB বাড়তি ডেটা।
  • এই প্ল্যানে মিলবে ডেইলি 100 ফ্রি এসএমএস বেনিফিট এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।
  • এই জিও প্রিপেইড প্যাকের সাথে পাওয়া যাবে Disney+Hotstar অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন এবং অন্যান্য জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

রিলায়েন্স জিও 999 টাকার প্ল্যান-

এই জিও প্যাকে পাওয়া যাবে সবচাইতে বেশি ডেইলি ইন্টারনেট বেনিফিট।

  • এই প্ল্যান ইউজারদের অফার করছে ডেইলি 3GB করে ডেটা।
  • জিও প্যাকের ভ্যালিডিটি রয়েছে 84 দিন।
  • যার মানে হল পুরো প্ল্যানের ভ্যালিডিটিতে মোট ইন্টারনেট পাওয়া যাবে 252GB।
  • এই প্ল্যান আসছে ডেইলি 100 ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধার সাথে।
  • প্ল্যানের সাথে মিলবে সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo