digit zero1 awards

Reliance Jio গ্রাহকদের জন্য সুখবর, নতুন বছরে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কলিং

Reliance Jio গ্রাহকদের জন্য সুখবর, নতুন বছরে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কলিং
HIGHLIGHTS

Reliance Jio থেকে ভারতের যে কোনও নেটওয়ার্ক Airtel বা Vodafone Idea বা BSNL-এর ভয়েস কল সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন ইউজারেরা

Jio ব্যতিরেকে দেশের যে কোনও নেটওয়ার্কে এই বিনামূল্যে কলিং পরিষেবা শুরু হচ্ছে 1 জানুয়ারি, 2021 থেকেই

এবার টক্কর আরও জোরদার হবে Jio, Vi এবং Airtel-এর মধ্যে।

টেলিকম অপারেট Reliance Jio তার গ্রাহকদের সারা দেশে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা দিতে চলেছে। সংস্থা নতুন বছরের পয়লা জানুয়ারি থেকেই এই সুবিধা দেবে বলে ঘোষনা করেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর গাইডলাইন অনুসারে, ১ জানুয়ারি Bill and Keep বিধি প্রযোজ্য হবে। এর আওতায় সমস্ত ঘরোয়া ভয়েস কলগুলিতে ইন্টারকানেক্ট ইউজেস চার্জেস (IUC) শেষ হবে।

Jio জানিয়েছে যে নন-জিও নেটওয়ার্কে ঘরোয়া ভয়েস-কল চার্জটি আবারো শূন্য করার প্রতিশ্রুতি এবং IUC চার্জ শেষ হওয়ার পর, Jio গ্রাহকরা আবারও অফ-নেট ঘরোয়া ফ্রি ভয়েস কলের সুবিধা পাবেন। জিও-র এই সুবিধা 2021 সালের 1 জানুয়ারি থেকে পাওয়া যাবে। জিও নেটওয়ার্কে অন-নেট ঘরোয়া ভয়েস কলগুলি সব সময় ফ্রি ছিল।

বলে দি যে TRAI 2019 সালের সেপ্টেম্বরে Bill & Keep সিস্টম চালু করার টাইমলাইন এক্সটেন্ড করে ১ জানুয়ারি ২০২০ সাল পর্যন্ত বাড়িয়ে ছিল। এর পরে জিও-র কাছে অফ-নেট ভয়েস কলগুলির জন্য IUC চার্জের মতো টাকা চার্জ করার বিকল্প ছিল। তবে জিও আশ্বাস দিয়েছিল যে কেবল TRAI-র তরফে IUC চার্জ সরা পর্যন্ত ব্যবহারকারীদের এই চার্জ দিতে হবে।

রিলায়েন্স জিও অক্টোবরে মোট 2.22 মিলিয়ন নতুন মোবাইল গ্রাহক যুক্ত করেছে। এটির সাথে সংস্থার মোট গ্রাহক সংখ্যা 406.3 মিলিয়নে পৌঁছেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo